প্রত্যাশা মতোই PUBG তে পৌঁছে গেল ভিকেন্ডি ম্যাপ আপডেট। Android ও iOS ডিভাইসে নতুন PUBG Mobile আপডেট পৌঁছেছে। এই সপ্তাহের শুরুতে PUBG Mobile 0.10.0 এর হাত ধরে পৌঁছেছিল ভিকেন্ডি ম্যাপ সাপোর্ট। তবে এখনই ভিকেন্ডি ম্যাপ খেলতে পারবেন না। তবে এখনই খেলা না গেলেও ভিকেন্ডি ম্যাপ ডাউনলোড করা যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে ম্যাচমেকিং। নতুন এই আপডেটের সাইজ 134.2MB। শুক্রবার ভারতীয় সময় সকাল 5টা 30মিনিট থেকে উপরে ভিকেন্ডি ম্যাপে খেলা যাবে PUBG Mobile।
আরও পড়ুন: PUBG খেলেন? দেখে নিন নতুন গেমিং স্মার্টফোন
তবে ভিকেন্ডি ম্যাপ ছাড়াও এই আপডেটে PUBG Mobile এ যোগ হবে একাধিক নতুন ফিচার। ইতিমধ্যেই Steam এ ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলা যাচ্ছে। এর পরেই মোবাইল ভার্সানে চলে এল PUBG।
আরও পড়ুন: গেমারদের জন্য ডিসেম্বরে নতুন স্মার্টফোন আনছে Xiaomi
সারা বিশ্বে 3 কোটি খেলোয়ার রোজ PUBG খেলেন। ইতিমধ্যেই 20 কোটি বার ডাউনলোড হয়েছে এই গেম। চিন বাদ দিয়ে এই সংখ্যা গণনা করা হয়েছে। ভারতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে PUBG। তবে ভারতে বেশিরভাগ খেলোয়াড় Android অথবা iOS থেকে PUBG খেলেন। সেই কথা মাথায় রেখেই PUBG Mobile এ যোগ হচ্ছে একের পর এক নতুন ফিচার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন