ভারতে এল Nubia Red Magic। এই বছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল এই গেমিং স্মার্টফোন। এই ফোনের বিশেষ গেমিং মোড প্রসেসারের সর্বোচ্চ ক্ষমতায় চলতে সাহায্য করবে। Nubia Red Magic এ থাকছে 18:9 ডিসপ্লে, 8GB RAM আর 128GB স্টোরেজ।
আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play
ভারতে Nubia Red Magic এর দাম 29,999 টাকা। 8GB RAM/128GB স্টোরেজে পাওয়া যাবে এই গেমিং স্মার্টফোন। 20 ডিসেম্বর মধ্যরাত থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হবে। শুধুমাত্র Amazon.in থেকেই কেনা যাবে Nubia Red Magic।
আরও পড়ুন: বরফের উপরে খেলা যাবে PUBG, আসছে আপডেট
আরও পড়ুন: বাজেট স্মার্টফোন বাজারে ঝড় তুলতে পারবে Asus ZenFone Max M2? পড়ুন রিভিউ
ডুয়াল সিম Nubia Red Magic ফোনে চলে স্টক Android অপারেটিং সিস্টেম। Red Magic এ রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 835 চিপসেট, Adreno 540 GPU, 8GB LPDDR4X RAM আর 128GB UFS 2.1 স্টোরেজ।
ছবি তোলার জন্য Red Magic এ রয়েছে 24MP রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় 4K ভিশিও তোলা যাবে। এছাড়াও থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Red Magic এ রয়েছে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড 2X2 MIMO Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS, GLONASS, BeiDou, একটি USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nubia Red Magic এর ভিতরে থাকবে একটি 3,800 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন