ভিকেন্ডি ম্যাপের সাথেই PUBG Mobile এ বরফে চলে একাধিক গাড়ি যোগ হবে। এছাড়াও থাকছে ক্রস সার্ভার ম্যাচমেকিং। এই ফিচার অন করলে একই টায়ারে অন্য প্ল্যাটফর্মের খেলোয়াড়দের সাথে PUBG Mobile খেলা যাবে।
PUBG Mobile 0.10.0 ভার্সানের হাত ধরে চলে এসেছে ভিকেন্ডি ম্যাপ। Tencent টুইটারে জানিয়েছে 21 ডিসেম্বর ভারতীয় সময় সকাল 5 টা 30 মিনিট থেকে ভিকেন্ডি ম্যাপে PUBG খেলা যাবে। তবে ভিকেন্ডি ম্যাপে PUBG খেলতে স্মার্টফোনে PUBG Mobile 0.10.0 আপডেট করতে হবে। এই আপডেটের সাইজ 2.1GB।
আরও পড়ুন: দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করে কামব্যাক করল Micromax
গোটা বিশ্বের PUBG প্রেমীরা ভিকেন্ডি ম্যাপের অপেক্ষায় রয়েছেন। নতুন 6 কিমি x 6 কিমি ভিকেন্ডি ম্যাপে বরফের মধ্যে খেলা যাবে PUBG Mobile। আগামী 20 ডিসেম্বর এই আপডেট আসতে চলেছে। যদিও ভারতীয় সময় 21 ডিসেম্বর সকাল 5 টা 30 মিনিটে এই ফিচার সামনে আসছে। ইতিমধ্যেই বিটা গ্রাহকরা ভিকেন্ডি ম্যাপে PUBG Mobile খেলার সুযোগ পায়েছেন। সম্প্রতি PUBG Mobile বিটা ভার্সানে 24 ঘন্টার জন্য ভিকেন্ডি ম্যাপ খেলা গিয়েছিল।
ভিকেন্ডি ম্যাপের সাথেই PUBG Mobile এ বরফে চলে একাধিক গাড়ি যোগ হবে। এছাড়াও থাকছে ক্রস সার্ভার ম্যাচমেকিং। এই ফিচার অন করলে একই টায়ারে অন্য প্ল্যাটফর্মের খেলোয়াড়দের সাথে PUBG Mobile খেলা যাবে। সাথে আরবি ভাষা যোগ হচ্ছে এই গেমে।
আরও পড়ুন: গেমারদের জন্য ডিসেম্বরে নতুন স্মার্টফোন আনছে Xiaomi
আরও পড়ুন: Poco F1 এ পোঁছাল Android Pie
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xiaomi 17 Ultra Listed on 3C Certification Website With Upgraded Charging Capabilities
Fortnite Is Adding a Limited-Time Disneyland Island Featuring Minigames Based on Disney Theme Park Rides