PUBG Mobile আসক্তি নিয়ে সারা দেশে বিতর্ক চরমে। অনেকেই ভারতে এই গেম কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
PUBG Mobile এর মত অনলাইন গেমে আসক্তি প্রসঙ্গে চিন্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী
PUBG Mobile আসক্তি নিয়ে সারা দেশে বিতর্ক চরমে। অনেকেই ভারতে এই গেম কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নতুন দিল্লিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে আলোচনায় PUBG Mobile আসক্তি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে এক মা প্রধানমন্ত্রীর কাছে ছেলের অনলাইন গেমে আসক্তির অভিযোগ জানালে মোদি বলেন “PUBG খেলে নাকি?” এরপর এই হাসিতে ফেটে পড়ে গোটা সভাঘর। PUBG Mobile না Fortnite কোনটায় বেশি আসক্তি তাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ হাসি মজার পরে PUBG Mobile এর মত অনলাইন গেমে আসক্তি প্রসঙ্গে চিন্তা প্রকাশ করেন মোদি।
আরও পড়ুন: PUBG Mobile এ কবে আসছে জম্বি মোড?
প্রধানমন্ত্রী বলেন তরুণ প্রজন্মকে প্রযুক্তি থেকে দূরে সরিয়ে রাখা সঠিক কাজ নয়।
“প্রযুক্তিকে শিশু যেন ভালোভাবে কাজে লাগায় সেই দিকে নজর রাখতে হবে।” বলেন প্রধানমন্ত্রী। “তবে জীবনকে ছোট না করে নতুন দিশা খুঁজে বার করার জন্যই প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত। প্রযুক্তি যেন আমাদের কখনোই আষ্টেপৃষ্ঠে বেঁধে না ফেলে, তার ফল ভয়ংকর হবে।” বলেন তিনি।
আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম
“সবকিছুর মতোই প্রযুক্তিরও ভালো ও খারাপ দিক রয়েছে। মা-বাবার দায়িত্ব ছেলে মেয়েকে প্রযুক্তির ভালো দিকটা দেখানো। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নতুন জিনিস শিখতে উদ্বুদ্ধ করা উচিত। কি ভাবে নতুন জিনিস তৈরি করা যায়, কিভাবে নতুন কিছু রান্না করা যায় এই ধরনের জিনিস শেখা উচিত।”
আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে
প্রধানমন্ত্রী বলেন মা-বাবারা এই ধরনের উদ্যোগ নিতে শুরু করলে ছেলে মেয়েরা “প্লে-স্টেশান ছেড়ে প্লে-গ্রাউন্ড” এ যেতে শুরু করবে।
সম্প্রতি গুজরাটে প্রাথমিক স্কুলে নিষিদ্ধ হয়েছিল PUBG। এছাড়াও জম্মু-কাশ্মীরে এই গেম নিষিদ্ধ করার দাবি উঠেছে। এর পরেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সারা বিশ্বে গড়ে তিন কোটি খেলোয়াড় রোজ PUBG Mobile খেলেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Qi2 Power Bank for Galaxy S26 Series With 15W Wireless Charging Leaked Online
Oppo Find X9 Ultra Design Spotted in Real-Life Images With Bigger Telephoto Kit