কয়েক মাস আগেই ভারতে লঞ্চ হয়েছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ Spotify। এবার ভারতে Android গ্রাহকদের জন্য লঞ্চ হল Spotify Lite অ্যাপ। আপাতত বিটা ভার্সানে এই অ্যাপ লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই তুলনামুলক কম শক্তিশালী ফোনে চলার জন্য হালকা পাতলা লাইট অ্যাপ লঞ্চ করেছিল Facebook, Tinder, Twitter, Ola, Skype, Instagram সহ একাধিক জনপ্রিয় কোম্পানি। একই পথে হেঁটে ভারতের বাজারে নিজেদের জমি শক্তি করতে লাইট অ্যাপ লঞ্চ করল Spotify।
Spotify Lite এর সাইজ মাত্র 10 MB। এক ট্যাপে এই অ্যাপ এর ক্যাশ মেমোরি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও থাকছে ডেটা লিমিট ফিচার। নির্দিষ্ট পরিমান ডেটা ব্যবহার হয়ে গেলে নোটিফিকেশন দিয়ে জানান দেবে এই অ্যাপ। Android ভার্সান 4.3 বা তার বেশি ভার্সানে চলবে Spotify Lite অ্যাপ। মে মাসে ভারতে মিউজিক স্ট্রিমিং পরিষেবা লঞ্চ করেছিল Spotify। আপাতত বিটা ভার্সানে ভারতে Spotify Lite অ্যাপ ব্যবহার করা যাবে।
এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার 36 টি দেশে Spotify Lite অ্যাপ ব্যবহার করা যায়। ভারত ছাড়াও ব্রাজিল, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, বলিভিয়া, কোস্টা রিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাডর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, উরুগুয়ে, সৌদি আরব, মিশর, আলজেরিয়া, লেবানন, মরক্কো, তিউনিশিয়া, ওমান, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, এবং মালয়েশিয়ায় কাজ করে Spotify Lite।
গ্রাহকের গান শোনার ধরন দেখে বিভিন্ন গান বেছে দেয় Spotify। সেই অনুযায়ী পৌঁছে যায় বিভিন্ন প্লে লিস্ট। এছাড়াও বিভিন্ন প্রাদেশিক ভাষায় গান শোনা যায় এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ এ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন