Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta
ইনস্টাগ্রামে এতদিন ব্যবহারকারীরা তাদের স্টোরিতে স্পটিফাইয়ের মিউজিক শেয়ার করতে পারলেও, সেখানে গান বাজত না। কোনও অডিও ছাড়াই কেবল লিঙ্ক এবং অ্যালবামের কভার আর্ট দেখা যেত। নতুন ফিচারে ইউজারদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে ইনস্টাগ্রামের মধ্যেই গানের একটি অংশ সরাসরি শোনার সুবিধা আনা হয়েছে।