সম্প্রতি ভারতে 10 ইঞ্চি ট্যাবলেট লঞ্চ করেছিল Samsung। এবার 8 ইঞ্চি সেগমেন্টে নতুন ট্যাবলেট নিয়ে হাজির দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। শনিবার লঞ্চ হয়েছে নতুন Samsung Galaxy Tab A 8.0 (2019)। নতুন 8 ইঞ্চি ট্যাবলেটে থাকছে LTE কানেক্টিভিটি আর S Pen সাপোর্ট। ট্যাবলেটের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার আর 2GB RAM। Samsung Galaxy Tab A 8.0 (2019) এর সাথে থাকছে YouTube প্রিমিয়াম আর Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
Samsung Galaxy Tab A 8.0 (2019) তে থাকছে 8 ইঞ্চি TFT ডিসপ্লে। এই ট্যাবলেটে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। ট্যাবলেটের ভিতরে থাকছে কোয়াড কোর চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Samsung Galaxy Tab A 8.0 (2019) এর পিছনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটে থাকছে Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v4.2, USB 2.0 আর 4G LTE। Samsung Galaxy Tab A 8.0 (2019) তে থাকছে একটি 5,100 mAh ব্যাটারি। এই ট্যাবলেটের ওজন 347 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন