Realme Pad 3: ফোনের থেকেও স্লিম ট্যাব ভারতে আনল রিয়েলমি, রয়েছে 2.8K স্ক্রিন ও 12200mAh ব্যাটারি

Realme Pad 3 ফ্লিপকার্ট ও রিয়েলমির ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Realme Pad 3: ফোনের থেকেও স্লিম ট্যাব ভারতে আনল রিয়েলমি, রয়েছে 2.8K স্ক্রিন ও 12200mAh ব্যাটারি

Photo Credit: Realme

Realme Pad 3 is backed by a 12,200mAh battery

হাইলাইট
  • Realme Pad 3-এর সামনে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট-যুক্ত ডিসপ্লে আছ
  • ট্যাবলেটে ডলবি অডিওর সাথে কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে
  • Realme Pad 3 লেটেস্ট Android 16 ভার্সনে রান করে
বিজ্ঞাপন

Realme Pad 3 আজ Realme 16 Pro সিরিজের স্মার্টফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। নতুন ট্যাবলেটে 2.8K রেজোলিউশন ডিসপ্লে ও 12,200mAh টাইটান ব্যাটারি দিয়েছে কোম্পানি। এটি মাত্র 6.6 মিলিমিটার পাতলা। এতে Dimensity 7300 Max 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। Realme Pad 3 মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার সেটআপ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল ব্যাক প্যানেল, রিভার্স চার্জিং সাপোর্ট, সার্কেল টু সার্চ, AI রেকর্ডিং সামারি, লেটেস্ট Androd ভার্সন, ইত্যাদি। রিয়েলমির নতুন ট্যাবের সঙ্গে স্টাইলাস পেন ব্যবহার করা যাবে।

Redmi Pad 3 দাম

Realme Pad 3 ভারতে 8 জিবি পর্যন্ত র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের Wi-Fi ভার্সনের দাম 26,999 টাকা। 5G ভ্যারিয়েন্টের 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 29,999 টাকা ও 31,999 টাকা রাখা হয়েছে। রিয়েলমি 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করবে, যা নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে মিলবে।

জানুয়ারির 16 তারিখে দুপুর 12টায় ডিভাইসটির প্রথম সেল অনুষ্ঠিত হবে। এটি ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ও অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে। ট্যাবটি শ্যাম্পেন গোল্ড এবং স্পেস গ্রে কালার অপশনে বেছে নেওয়া যাবে।

Realme Pad 3 স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি প্যাড 3-এর সামনে 11.61 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2.8K রেজোলিউশন (2,800 x 2,000 পিক্সেল), ও 550 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ট্যাবলেটের স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ এটি নীল আলোর ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করবে।

Realme Pad 3 মডেলে Android 16 নির্ভর Realme UI 7.0 প্রি-ইনস্টল করা আছে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের পিছনে f/1.8 অ্যাপারচার-যুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনেও 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা 30fps-এ 1080P ভিডিও রেকর্ড করতে সক্ষম।

রিয়েলমির নতুন ট্যাবে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ম্যাক্স প্রসেসর ব্যবহার হয়েছে। ট্যাবলেটে 18 জিবি ডাইনামিক র‍্যাম (8 জিবি ফিজিক্যাল + 10 জিবি ভার্চুয়াল) ও 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 12,200mAh ব্যাটারি। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আবার 6.5W রিভার্স চার্জিং থাকায় ট্যাবলেট থেকে নিজের স্মার্টফোন কিংবা অন্য কোনও ওয়্যারলেস ডিভাইস চার্জ করা যাবে।

  • KEY SPECS
  • NEWS
Display 11.61-inch
Processor MediaTek Dimensity 7300-Max
Resolution 2000x2800 pixels
RAM 8GB
OS Android 16
Storage 128GB
Battery Capacity 12200mAh
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা
  2. 6,000mAh ব্যাটারির সাথে Samsung Galaxy A07 5G সস্তায় ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. iQOO 15R স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, 200MP ক্যামেরা ও 7,600mAh ব্যাটারি থাকতে পারে
  4. Hybrid ATM: এটিএম থেকেই তোলা যাবে 10, 20, 50 টাকার নোট, খুচরোর কষ্ট শেষ
  5. Vivo X200T দুর্ধর্ষ 50MP ট্রিপল Zeiss ক্যামেরা ও 6,200mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল
  6. iQOO 15 Ultra ফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, 24 জিবি র‍্যাম ও ফ্ল্যাগশিপ প্রসেসরে ধুরন্ধর পারফরম্যান্স
  7. ভারতে লঞ্চের আগেই 200MP ক্যামেরার Redmi Note 15 Pro সিরিজের দাম লিক হল, 512 জিবি স্টোরেজ মিলবে
  8. BSNL আনল রিপাবলিক ডে স্পেশাল রিচার্জ প্ল্যান, দিনে 7 টাকায় 2.6 জিবি ডেটা ও আনলিমিটেড কলিং
  9. Redmi Turbo 5 ও Turbo 5 Max বিশাল 9,000mAh ব্যাটারির সাথে জানুয়ারি 29 লঞ্চ হচ্ছে
  10. কাল লঞ্চ, আজ দাম ফাঁস, Vivo-র সস্তা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা চমকে দেবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »