Realme Pad 3 ফ্লিপকার্ট ও রিয়েলমির ওয়েবসাইট থেকে কেনা যাবে।
Photo Credit: Realme
Realme Pad 3 is backed by a 12,200mAh battery
Realme Pad 3 আজ Realme 16 Pro সিরিজের স্মার্টফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। নতুন ট্যাবলেটে 2.8K রেজোলিউশন ডিসপ্লে ও 12,200mAh টাইটান ব্যাটারি দিয়েছে কোম্পানি। এটি মাত্র 6.6 মিলিমিটার পাতলা। এতে Dimensity 7300 Max 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। Realme Pad 3 মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার সেটআপ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল ব্যাক প্যানেল, রিভার্স চার্জিং সাপোর্ট, সার্কেল টু সার্চ, AI রেকর্ডিং সামারি, লেটেস্ট Androd ভার্সন, ইত্যাদি। রিয়েলমির নতুন ট্যাবের সঙ্গে স্টাইলাস পেন ব্যবহার করা যাবে।
Realme Pad 3 ভারতে 8 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের Wi-Fi ভার্সনের দাম 26,999 টাকা। 5G ভ্যারিয়েন্টের 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 29,999 টাকা ও 31,999 টাকা রাখা হয়েছে। রিয়েলমি 2,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করবে, যা নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে মিলবে।
জানুয়ারির 16 তারিখে দুপুর 12টায় ডিভাইসটির প্রথম সেল অনুষ্ঠিত হবে। এটি ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ও অফলাইন রিটেল স্টোরে উপলব্ধ হবে। ট্যাবটি শ্যাম্পেন গোল্ড এবং স্পেস গ্রে কালার অপশনে বেছে নেওয়া যাবে।
রিয়েলমি প্যাড 3-এর সামনে 11.61 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2.8K রেজোলিউশন (2,800 x 2,000 পিক্সেল), ও 550 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ট্যাবলেটের স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ এটি নীল আলোর ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করবে।
Realme Pad 3 মডেলে Android 16 নির্ভর Realme UI 7.0 প্রি-ইনস্টল করা আছে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের পিছনে f/1.8 অ্যাপারচার-যুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনেও 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা 30fps-এ 1080P ভিডিও রেকর্ড করতে সক্ষম।
রিয়েলমির নতুন ট্যাবে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ম্যাক্স প্রসেসর ব্যবহার হয়েছে। ট্যাবলেটে 18 জিবি ডাইনামিক র্যাম (8 জিবি ফিজিক্যাল + 10 জিবি ভার্চুয়াল) ও 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন সাপোর্ট আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 12,200mAh ব্যাটারি। এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আবার 6.5W রিভার্স চার্জিং থাকায় ট্যাবলেট থেকে নিজের স্মার্টফোন কিংবা অন্য কোনও ওয়্যারলেস ডিভাইস চার্জ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন