Google তাদের YouTube Music অ্যাপ চুপিচুপি একটি নতুন বৈশিষ্ট্যের সাথে আপডেট করেছে, যার মাধ্যমে শ্রোতারা অফলাইনে গানের কথা বা লিরিক দেখতে পারবে।
Photo Credit: YouTube
ইউটিউব মিউজিকের অফলাইন লিরিক্স বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে উপলব্ধ
Google তাদের YouTube Music অ্যাপ চুপিচুপি একটি নতুন বৈশিষ্ট্যের সাথে আপডেট করেছে, যার মাধ্যমে শ্রোতারা অফলাইনে থাকাকালীন গানের কথা দেখতে পারবে। গান আমাদের সকলের প্রিয়। গান পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। সাফল্য আসুক বা ব্যর্থতা, অথবা মনের মানুষের সাথে বিশেষ মুহূর্ত, কিংবা বেদনাদায়ক কোনও পরিস্থিতি — জীবনের প্রতিটি সময়ের জন্য গান সৃষ্টি করেছেন গীতিকাররা। তবে মনের সাথে সংযোগ তৈরি করতে গান শোনার সময় গানের কথা (লিরিক) বোঝাটাও দরকার। ইউটিউব মিউজিক থেকে লিরিক্স সহ মিউজিক ডাউনলোড করলে ফোনে ইন্টারনেট না থাকলেও গানের কথা দেখতে পারবেন শ্রোতারা।
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম, Spotify ও Apple Music-এ ডাউনলোড করা গানের লিরিক্স অফলাইনে দেখার ফিচার নেই। সেদিক থেকে বৈশিষ্ট্যটি যুক্ত করে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে গেল গুগলের অভিভাবক সংস্থা অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব মিউজিক। সম্প্রতি একজন রেডডিট ব্যবহারকারীর পোস্ট থেকে জানা গিয়েছে, ইউটিউব মিউজিকে ডাউনলোড করা গানের কথা অফলাইনেও দেখা যাচ্ছে (অ্যান্ড্রয়েড অথরিটির মাধ্যমে)।
উল্লেখ্য, প্লে স্টোরে অ্যাপটির লেটেস্ট ভার্সনগুলির রিলিজ নোটগুলিতে এই বৈশিষ্ট্যটির কোনও উল্লেখ নেই। তাই এটি কোম্পানি ঢাকঢোল না পিটিয়েই নিঃশব্দে সক্রিয় করেছে বলে অনুমান করা হচ্ছে। তবে Gadgets 360 অ্যাপটির লেটেস্ট ভার্সন ইনস্টল করার পরেও নিশ্চিত করতে পারেনি যে ফিচারটি সত্যিই অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব মিউজিকে কাজ করছে কিনা।
এটি সবার জন্য একবার চালু হয়ে গেলে, শ্রোতারা অফলাইনে থাকাকালীন Lyrics ট্যাবে ট্যাপ করে গানের কথা দেখতে পারবেন। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে YouTube Music-এর iOS অ্যাপের জন্য ফিচারটির সাপোর্ট এখনও আসেনি। স্পটিফাই এবং অ্যাপল মিউজিক গান শোনার সময় লিরিক্স দেখার সুযোগ করে দিলেও, উভয় প্ল্যাটফর্ম এখনও অফলাইন লিরিক্সের জন্য সাপোর্ট যোগ করেনি। নেট শেষ হয়ে গেলে বা নেটওয়ার্ক চলে গেলে গান শোনার সময় এই বৈশিষ্ট্যটি কাজে লাগতে পারে।
এদিকে, Google Chrome-এর অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য এক নতুন ফিচার রোলআউট হয়েছে। এটি ব্রাউজারের একেবারে শীর্ষে অবস্থিত সার্চ বারের জায়গা বদল করার অনুমতি দেয়। সহজে ব্যবহারের জন্য, এটি অ্যাপের নীচে সরানো যাবে। আইফোন ব্যবহারকারীদের জন্য, গুগল ক্রোমের iOS অ্যাপে এই ফিচার এক বছরেরও বেশি সময় ধরে উপলব্ধ। সেটাই এবার অ্যান্ড্রয়েডে চালু হচ্ছে। গুগল জানিয়েছে যে, নতুন আপডেটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?