Spotify Premium এর ইন্ডিভিজুয়াল প্ল্যানের মাসুল প্রতি মাসে 119 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 139 টাকা হয়েছে।
Photo Credit: Spotify
Spotify Premium বিজ্ঞাপন মুক্ত গান শুনতে দেয়
Spotify বর্তমানে অনলাইনে গান শোনার একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে ফ্রি পরিষেবায় যে সব সুবিধা থাকে না সেগুলি প্রিমিয়াম সাবস্ক্রিপশনে উপভোগ করতে পারে ব্যবহারকারীরা। তার জন্য প্রতি মাসে নির্দিষ্ট মাসুল দিতে হয় সংস্থাটিকে। এর বিনিময়ে বিজ্ঞাপন মুক্ত গান শোনা, গান ডাউনলোড করা, এবং উন্নত অডিও কোয়ালিটি সহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়। কিন্তু এখন অতিরিক্ত ফিচার্স উপভোগ করতে বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। স্পটিফাই ঘোষণা করেছে, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, ও অন্যান্য অঞ্চলে প্রিমিয়াম প্ল্যানের দাম বাড়াচ্ছে তারা।
স্পটিফাই একটি বিবৃতি জারি করে তাদের মাসুল বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জানিয়েছে। নির্দিষ্ট করে কোনও দেশের নাম নেয়নি সংস্থাটি, তবে এই মূল্যবৃদ্ধি দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। Gadgets 360 নিশ্চিত করতে পারছে যে, ভারতে ইতিমধ্যেই মাসুল বৃদ্ধি কার্যকর হয়েছে। এখন অ্যাপ চেক করলেই নতুন দাম দেখতে পাবেন।
স্পটিফাই-এর যুক্তি, সর্বোত্তম শোনার অভিজ্ঞতা প্রদান করতে 'উদ্ভাবন' চালিয়ে যেতেই প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা তাদের বর্তমান বিলিং চক্র শেষ হওয়ার পরে বর্ধিত দাম দেখতে পাবেন। নতুন গ্রাহকদের স্পটিফাই প্রিমিয়াম উপভোগ করার জন্য সংশোধিত হারে সাবস্ক্রাইব করতে হবে।
বর্তমানে স্পটিফাই-তে চারটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে — ইন্ডিভিজুয়াল, ডুয়ো, ফ্যামিলি এবং স্টুডেন্ট৷ সবকটিরই মাসুল বাড়ানো হয়েছে। স্পটিফাই প্রিমিয়ামে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল প্ল্যানের জন্য প্রতি মাসে 119 টাকা খরচ হত। সেটা এখন 20 টাকা বেড়ে 139 টাকা হয়েছে। দু'টো প্রিমিয়াম অ্যাকাউন্টের সুবিধার সঙ্গে আসা ডুয়ো প্ল্যানের মূল্য 149 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 179 টাকা হয়েছে।
অন্যদিকে, ফ্যামিলি প্ল্যানের জন্য আগে যেখানে 179 টাকা খরচ হত, সেখানে এখন থেকে প্রতি মাসে 229 টাকা করে মাসুল গুনতে হবে। উল্লেখ্য, ফ্যামিলি প্ল্যানে ছয়টি অ্যাকাউন্টে প্রিমিয়াম পরিষেবা উপভোগ করা যায়। সবথেকে কম খরচের প্ল্যানটি হল স্টুডেন্ট। এটি নিতে খরচ হবে 69 টাকা। আগের থেকে 10 টাকা দাম বাড়িয়েছে স্পটিফাই। মনে রাখবেন যে, স্টুডেন্ট প্ল্যান কিনতে অবশ্যই প্রমাণস্বরূপ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র লাগবে।
প্রসঙ্গত, গত মাসে ইনস্টাগ্রামে একটি কাজের ফিচার যুক্ত হয়েছে। আমরা অনেকেই স্পটিফাই থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করতে পছন্দ করি। কিন্তু এতদিন তার শেয়ার করা অ্যালবামের শুধু কভার ও একটি লিঙ্ক দেখা যেত, কোনও গান বাজত না। কিন্তু এখন যদি কোনও ব্যবহারকারী স্টোরিতে গান পোস্ট করেন, তখন ইনস্টাগ্রামের ভিতরেই গানের একটি প্রিভিউ শোনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped