Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta

কোনও ইনস্টাগ্রাম ব্যবহারকারী স্পটিফাই থেকে স্টোরিতে গান পোস্ট করলে, ইনস্টাগ্রামের ভিতরেই গানটির একটি অংশ শুনতে পারবেন।

Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta

Photo Credit: Instagram

ইনস্টাগ্রাম সম্প্রতি স্পটিফাইয়ের গানগুলিকে নোটস হিসেবে শেয়ার করার সুবিধাও চালু করেছ

হাইলাইট
  • ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম স্টোরিতে স্পটিফাই-এর অডিও প্রিভিউ শুনতে পাবেন
  • এই ফিচারটি সরাসরি Spotify থেকে শেয়ার করা গানের জন্য কাজ করে
  • আরেকটি বৈশিষ্ট্য রিয়েল টাইমে Instagram Notes এর মাধ্যমে গান শেয়ার করে
বিজ্ঞাপন

Instagram এখন নতুন প্রজন্মের অনলাইনে সময় কাটানোর একটি জনপ্রিয় ঠিকানা। নিত্যনতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করে চলেছে মেটার মালিকানাধীন এই সমাজমাধ্যম প্ল্যাটফর্মটি। খুব সম্প্রতি তেমনই একটি নয়া সুবিধা এসেছে এই অ্যাপে। আমরা অনেকেই Spotify থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করতে পছন্দ করি। কিন্তু এতদিন তার কিছু অসুবিধা ছিল। শেয়ার করা অ্যালবামের শুধু কভার এবং একটি লিঙ্ক দেখা যেত, কোনও অডিও বাজত না। কিন্তু এখন, যদি কোনও ব্যবহারকারী স্টোরিতে একটি গান পোস্ট করেন, তখন ইনস্টাগ্রামের ভিতরেই গানটির একটি প্রিভিউ শুনতে পাবেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে স্পটিফাই-এর গান শোনা যাবে

সোমবার, সংস্থাটি ঘোষণা করেছে, তারা অবশেষে ব্যবহারকারীদের জন্য স্পটিফাই থেকে স্টোরিজে শেয়ার করা গানের প্রিভিউ শোনার ক্ষমতা যুক্ত করছে। ইনস্টাগ্রামে এতদিন ব্যবহারকারীরা তাদের স্টোরিতে স্পটিফাইয়ের মিউজিক শেয়ার করতে পারলেও, সেখানে গান বাজত না। কোনও অডিও ছাড়াই কেবল লিঙ্ক এবং অ্যালবামের কভার আর্ট দেখা যেত। নতুন ফিচারে ইউজারদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে ইনস্টাগ্রামের মধ্যেই গানের একটি অংশ সরাসরি শোনার সুবিধা আনা হয়েছে। এই ফিচারটি টেকক্রাঞ্চ প্রথম দেখতে পেয়েছে।

গ্যাজেটস 360-তে আমরা নিশ্চিত করতে পারছি যে, এই ফিচার এখন সমাজমাধ্যম প্ল্যাটফর্মটিতে লাইভ হয়েছে। স্পটিফাই থেকে একটি ট্র্যাক ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করা হলে অডিও প্রিভিউয়ের একটি ছোট স্নিপেট বাজবে। এটি কীভাবে করবেন তা এখানে বুঝিয়ে দেওয়া হল:

1. স্পটিফাই খুলুন এবং আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে যে অ্যালবাম, পডকাস্ট বা গানটি শেয়ার করতে চান, সেটা সার্চ করুন।

2. 'নাউ প্লেয়িং' স্ক্রিন দেখা গেলে, স্ক্রিনের নীচের ডান কোণে শেয়ার আইকনে আলতো চাপুন।

3. শেয়ার উইন্ডো থেকে স্টোরিজ নির্বাচন করুন। আবার অ্যালবাম আর্টটি কীভাবে প্রদর্শিত হবে সেটাও আপনি কাস্টমাইজ করতে পারেন।

4. স্পটিফাই স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রাম খুলবে এবং ট্র্যাকের একটি প্রিভিউ প্রদান করবে। এটি ট্র্যাকের একটি অডিও প্রিভিউও চালাবে।

5. এখন আপনার ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে অডিও প্রিভিউ সহ ট্র্যাকটি শেয়ার করতে ইয়োর স্টোরিতে ট্যাপ করুন।

এটি মেটা-মালিকানাধীন কোম্পানি এবং সুইডিশ অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে সাম্প্রতিক সহযোগিতার উপর ভিত্তি করে তৈরি। ইনস্টাগ্রাম নোটসের জন্য একই রকমের সুবিধা চালু করার কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনস্টাগ্রাম তার মোবাইল অ্যাপের জন্য একটি নতুন আপডেট প্রকাশ করেছে, যা ব্যবহারকারীদের স্পটিফাই থেকে সরাসরি ইনস্টাগ্রাম নোটসে গান শেয়ার করার অনুমতি দেয়।

ইনস্টাগ্রাম জানিয়েছে যে ব্যবহারকারীর স্পটিফাই অ্যাকাউন্টে চলা ট্র্যাকটি প্রতিফলিত করার জন্য নোটসে রিয়েল-টাইমে আপডেট করা হবে। এই বৈশিষ্ট্যটির জন্য ব্যবহারকারীকে তাদের স্পটিফাই অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করতে হবে। এই ধরনের সংগীতনির্ভর ফিচার্স ব্যবহারকারীদের বেশি সময় ধরে অ্যাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে ইনস্টাগ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  2. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  4. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  5. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  6. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  7. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
  8. Nano Banana Pro: মানুষের হাতের লেখা হুবহু নকল করছে Google-এর নতুন AI
  9. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  10. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »