ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI

ChatGPT থেকে Spotify অ্যাকাউন্ট যে কোনও সময় সরিয়েও নেওয়ার বিকল্প থাকছে শ্রোতাদের কাছে।

ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI

Photo Credit: Spotify

ChatGPT থেকেই Spotify ব্যবহার করা যাবে

হাইলাইট
  • চ্যাটজিপিটি অ্যাপ থেকেই স্পটিফাই ব্যবহার করা যাবে
  • গান শুনতে হলে স্পটিফাই অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে
  • সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে
বিজ্ঞাপন

ChatGPT এবার গানও শোনাবে! শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। এতদিন ধরে যে চ্যাটবটের সঙ্গে গুরুতর বিষয় নিয়ে আলোচনা করে সমাধান খুঁজেছেন বা বলেছেন, লেখা সাজিয়ে দিতে, তার কাছে এবার গান শোনার আবদার করা যাবে শুনলে চমকে যাওয়ার কথা। কিন্তু OpenAI সোমবার নিজেদের 'ভেভডে' বা ডেভেলপার ডে অনুষ্ঠানে চ্যাটজিপিটির সঙ্গে Spotify যুক্ত করার ঘোষণা করেছে। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটির বিনামূল্যে অথবা প্রিমিয়াম — দু'রকমের ব্যবহারকারীরাই চ্যাটজিপিটিতে স্পটিফাই অ্যাকাউন্ট যোগ করে নিজের মুড বা পছন্দ অনুযায়ী গান বেছে দিতে বা সাজাতে বলতে পারবেন। চ্যাটবটের তৈরি ট্র্যাকে ক্লিক করলে মূল স্পটিফাই অ্যাপ খুলে যাবে। সেখানেই প্লেলিস্ট শোনা যাবে।

চ্যাটজিপিটিতে স্পটিফাই কীভাবে কাজ করবে

চ্যাটজিপিটিতে এখন স্পটিফাই-এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুবিধা যোগ করেছে ওপেনএআই। সংস্থার তরফে বলা হয়েছে, কথোপকথনের সময় শুধু অ্যাপের নাম উল্লেখ করলেই হয়ে যাবে।

1. চ্যাটজিপিটির সঙ্গে আলাপ শুরু করার পর প্রম্পটে 'স্পটিফাই' শব্দটি উল্লেখ করতে হবে। প্রথমবার গান বা পডকাস্টের পরামর্শ নেওয়ার সময় স্পটিফাই অ্যাকাউন্ট কানেক্ট বা যুক্ত করতে হবে।

2. অ্যাকাউন্ট যুক্ত করলেই কাজ হাসিল। কেউ যদি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন' "কালীপুজোয় বাজানোর জন্য গানের একটা প্লেলিস্ট তৈরি করে দাও, তাহলে চ্যাটবটটি  স্পটিফাইয়ের সাহায্যে ভক্তিমুলক অথবা সেই সম্পর্কিত বিষয়ের উপর প্লেলিস্ট তৈরি করে দেবে। ট্র্যাকে ট্রাপ করলেই স্পটিফাই খুলে যাবে।

3. মন ভাল করতে বা একাকীত্ব কাটাতে গান খুঁজছেন? কেকে, আতিফ আসলাম, বা অরিজিৎ পছন্দ। প্রম্পট দিলেই স্পটিফাই খুঁজে জনপ্রিয় গায়কদের মুড ভাল করার গান সাজিয়ে সামনে হাজির করবে চ্যাটজিপিটি। যে কোনও শিল্পী, অ্যালবাম, বা পডকাস্ট এপিসোডের নামও জিজ্ঞেস করে নেওয়া যাবে।

স্পটিফাই তাদের নিউজরুম পোস্টে লিখেছে, আপনি যদি গান খোঁজেন, সেরা সাজেশন পেতে গানের ধরন, মুড, ও শিল্পীর নাম উল্লেখ করুন। আর পডকাস্ট শুনতে চাইলে, বিষয়, সঞ্চালক, ও অতিথির নাম যোগ করুন। সংস্থা আরও বলেছে, এখনও ফিচারটি প্রাথমিক পর্যায়ে আছে। ফলে হয়তো সব ধরনের অনুরোধ পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী দিনে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত, নিখুঁত, ও কার্যকর করার জন্য কাজ চালিয়ে যাবো।

সেরা সাজেশন পেতে গানের ধরন, মুড, ও শিল্পীর নাম প্রম্পটে দিতে হবে

সেরা সাজেশন পেতে গানের ধরন, মুড, ও শিল্পীর নাম প্রম্পটে দিতে হবে
Photo Credit: Spotify

চ্যাটজিপিটি থেকে স্পটিফাই অ্যাকাউন্ট যে কোনও সময় সরিয়েও নেওয়ার বিকল্প থাকছে শ্রোতাদের কাছে। সংস্থা স্পষ্ট করেছে, AI প্রশিক্ষণের উদ্দেশ্যে স্পটিফাই তাদের কোনও সঙ্গীত, পডকাস্ট বা অডিও ওপেনএআই-এর সঙ্গে শেয়ার করবে না। চ্যাটজিপিটিতেতে স্পটিফাই অ্যাপ এখন বিশ্বের 145টি দেশে উপলব্ধ। এটি মোবাইল বা ওয়েবে iOS, Android উভয় প্ল্যাটফর্মে ফ্রি, প্লাস, ও প্রো ব্যবহারকারীরা অ্যাক্সেস করতে পারবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 6,200mAh ব্যাটারি ও 50MP টেলিফটো ক্যামেরা যুক্ত Redmi স্মার্টফোন বিক্রি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে
  2. Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
  3. OnePlus Turbo ভারতে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, থাকবে বিশাল 8,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং
  4. ChatGPT Go: চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
  5. iQOO 15 নতুন অপারেটিং সিস্টেম সহ ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 100x জুম ক্যামেরা
  6. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  7. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
  8. OnePlus 15 বাজার কাঁপিয়ে লঞ্চ হল, নতুন ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, 7,300mAh ব্যাটারি রয়েছে
  9. iQOO 15 ভারতে লঞ্চ হবে এই তারিখে, 100x ক্যামেরা জুম সহ থাকবে গেমিং প্রসেসর
  10. Nothing Phone 3a Lite অক্টোবর 29 লঞ্চ হচ্ছে, নজর কাড়বে LED আলোর ডিজাইন!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »