মার্চ মাসে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস Saavn কিনে নেওয়ার কথা ঘোষণা করেছিল Jio। এবার সেই অধিগ্রহনের কাজ শেষ হল। ইতিমধ্যেই App Store এ অ্যাপের নাম বদলে হয়েছে JioSaavn। যোগ হয়েছে নতুন লোগো। Saavn কিনে নেওয়ার পরেও এখনও কোম্পানির Jio Music অ্যাপ আগের মতোই ব্যবহার করা যাচ্ছে। নাম বদলের পরে জানানো হয়েছে সব Jio গ্রাহক বিনামূল্যে Saavn Pro সার্ভিস ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: পুরনো স্মার্টফোন কিনলে বিপুল ক্যাশব্যাক দিচ্ছে Jio
সব Jio গ্রাহকরা App Atore থেকে বিনামূল্যে JioSaavn অ্যাপ ডাউনলোড করতে পারবেন। কোম্পানির সব প্রিপেড পোস্টপেড গ্রাহকরা বিনামূল্যে 90 দিন Saavn Pro সার্ভিস ব্যবহার করতে পারবেন।
অপডেটের পরে JioSaavn অ্যাপের ডিজাইন আগের মতোই রয়েছে। শুধু অ্যাপের নাম ও লোগো পরিবর্তন হয়েছে। আপাতত 79MB সাইজের এই অ্যাপ সব iOS ডিভাইসে ডাউনলোডশ করা যাচ্ছে।
আরও পড়ুন: বিনামূল্যে কত ডাটা দিচ্ছে Jio?
App Store এ Saavn অ্যাপ আপডেট হলেও এখনও Google Play Store এ Saavn অ্যাপ আপডেট হয়নি। তবে টুইটারে জানানো হয়েছে শিঘ্রই সব Android ডিভাইসে নতুন আপডেটেড JioSaavn অ্যাপ ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন: ভারতীয় রেলের সাথে যুক্ত হল Jio
সম্প্রতি একাধিক রিপোর্টে জানানো হয়েছে শিঘ্রই ভারতে সার্ভিস শুরু করতে চলেছে Spotify। বিশ্বের এক নম্বর মিউজিক স্ট্রিমিং অ্যাপ Spotify। উত্তর ও দুক্ষিণ আমেরিকা ও ইউরোপে বিপুল জনপ্রিয় এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন