ক্লাসিফায়েড কোম্পানি Quikr এর সাথে হাত মিলিয়ে গ্রাহকদের বিপুল ক্যাশব্যাক দিতে শুরু করল Jio। Quikr ওয়েবসাইট থেকে রিফারফ্রিসড মোবাইল ফোন কিনলে এই ক্যাশব্যাক দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। এতদিন প্রায় সব নতুন 4G VoLTE স্মার্টফোন কিনলেই 2,200 টাকা ক্যাশব্যাক পেতেন Jio গ্রাহকরা। এবার পুরনো ফোন কিনলেও এই অফারের সুবিধা পাবেন কোম্পানির গ্রাহকরা। Quikr অ্যাশিওরড যে কোন 4G VoLTE স্মার্টফোন মডেলে 2,200 টাকা ক্যাশব্যাক দেবে Jio। কোম্পানির 198 টাকা আর 299 টাকা রিচার্জে এই ক্যাশব্যাক প্রযোজ্য হবে।
আরও পড়ুন: বিনামূল্যে কত ডাটা দিচ্ছে Jio?
এই অফারের সুবিধা নিতে Quikr ওয়েবসাইট থেকে সঠিক স্মার্টফোন কিনতে হবে। এর পরে একটি নতুন Jio সিম কার্ড কিনতে হবে। পুরনো Jio সিম কার্ডেও এই অফার গ্রাঝ্য হবে। এর পরে Jio সিম কার্ডে 198 টাকা অথবা 299 টাকা রিচার্জ করুন। এরপরে MyJio অ্যাপে 50 টাকা ভাউচার হিসাবে 2,200 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। Vivo, Motorola, Apple, Nokia, Coolpad সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোনে এই অফারের সুবিধা পাওয়া যাবে। 2019 সালের 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে।
আরও পড়ুন: ভারতীয় রেলের সাথে যুক্ত হল Jio
প্রসঙ্গত 198 টাকা রিচার্জে Jio গ্রাহকরা দিনে 2GB 4G ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর সাথেই আনলিমিটেড কল ও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। আর 299 টাকা প্ল্যানে এই সব সুবিধার সাথেই দিনে 3GB ডাটা ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন