1 জানুয়ারী থেকে ভারতীয় রেলের অফিশিয়াল সার্ভিস প্রোভাইডারের তকমা পাবে Jio। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে এর ফলে ভারতীয় রেলের ফোন বিল এক ধাক্কায় 35 শতাংশ কমে যাবে।
গত ছয় বছর ধরে ভারতীয় রেলের 1.95 লক্ষ মোবাইল ফোনে Airtel কানেকশান ব্যবহার করা হত। মোবাইল ফোনের বিল মেটাতে এতদিন ভারতীয় রেলের খরচ হত 100 কোটি টাকা। আগামী 31 ডিসেম্বর Airtel এর সাথে ভারতীয় রেলের চুক্তি শেষ হবে।
ভারতীয় রেলের কর্মীরা ক্লোজড ইউজার গ্রুপে এই নম্বরগুলি ব্যবহার করেন। এর ফলে নিজেদের মধ্যেই বিনামূল্যে আনলিমিটেড কল ও SMS এর সুবিধা পান গ্রাহকরা।
ভারতীয় রেলের কর্মচারীরা মোট চারটি প্ল্যান ব্যবহার করতে পারবেন। উচ্চপদস্থ অফিসাররা (2 শতাংশ কর্মী) মাসে 60GB ডাটা পাবেন মাসে 125 টাকা রেন্টালে। 26 শতাংশ কর্মী 99 টাকা রেন্টালে মাসে 45GB ডাটা পাবেন। 72 শতাংশ কর্মী 67 টাকায় মাসে 30GB ডাটা ব্যবহার করতে পারবেন। বাল্ক SMS এর জন্য মাসে 49 টাকা রেন্টালের প্ল্যান থাকবে।
সাধারন Jio পোস্টপেড গ্রাহকরা মাসে 199 টাকায় 25GB ডাটা ব্যবহার করতে পারেন। এর পরে প্রতি GB ডাটা ব্যবহারে 20 টাকা খরচ হয় গ্রাহকের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন