ভারতে কোম্পানির ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম Mi Pay লঞ্চ করল Xiaomi। আপাতত ভারতে এই সার্ভিসের বিটা ভার্সান লঞ্চ হয়েছে। ICICI ব্যাঙ্ক ও PayU এর সাথে হাত মিলিয়ে এই সার্ভিস লঞ্চ করেছে বেজিং এর কোম্পানিটি। চিনে UnionPay এর সাথে হাত মিলিয়ে এই সার্ভিস দেয় Xiaomi। Google Pay এর মতোই কাজ করবে ভারতে Mi Pay সার্ভিস। তবে Xiaomi জানিয়েছে এই সার্ভিসের মাধ্যমে UPI য়ট্রান্সফারের সাথেই ক্রেডিট ও ডেবিট কার্ড দেবে Xiaomi।
আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play
বুধবার এক ব্লগ পোস্টে Xiaomi জানিয়েছে ভারতে এই সার্ভিস ব্যবহারে কেন্দ্রের ছাড়পত্র পেয়েছে তারা। এর পরেই বিটা ভার্সানে ভারতে লঞ্চ হয়েছে Mi Pay। এই সার্ভিস ব্যবহার করে প্রিপেড রিচার্জ ও বিল পেমেন্ট করা যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আর UPI পেমেন্টের মাধ্যমে Mi Pay থেকে পেমেন্ট করা যাবে।
Mi Pay ব্যবহারের জন্য স্মার্টফোনে MIUI গ্লোবাল বিটা রম ইনস্টল থাকতে হবে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত Mi Pay বিটা টেস্টার হিসাবে নাম নতিভুক্ত করা যাবে।
আরও পড়ুন: প্রথম ঝলকেই বাজিমাত করল Redmi Pro 2, থাকছে 48MP ক্যামেরা
চিনে NFC ব্যবহার করে পেমেন্ট হলেও ভারতে UPI ব্যবহার করে এই পেমেন্ট প্ল্যাটফর্ম কাজ করবে। আর দশটা UPI অ্যাপ এর মতোই Mi Pay অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার করা যাবে।
তবে Mi Pay এর প্রধান আকর্ষন QR কোড স্ক্যান। স্ট্যাটিক ও ডাইনামিক QR কোড তৈরী করবে এই অ্যাপ। পরে সেই QR কোড স্ক্যান করে টাকা ট্রান্সফার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন