Redmi Pro 2 এর টিজার প্রকাশ করল Xiaomi। Redmi Pro 2 তে থাকবে 48MP ক্যামেরা। এর সাথে থাকছে Snapdragon 675 চিপসেট। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছিল। 2016 সালে চিনে লঞ্চ হয়েছিল Redmi Pro। সেই ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন।
চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi Pro 2 ফোনের টিজার প্রকাশ করেছে Xiaomi। এই টিজারে জানানো হয়েছে ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ব্যবস্থা।
তবে এই দুটি টিজারেই ক্যামেরা সম্পর্কে কোন তথ্য বিস্তারে জানানো হয়নি। তবে এই ফোনের ক্যামেরায় থাকতে পারে 48MP সেন্সার। এই ফোনে ব্যবহার হওয়া Snapdragon 675 চিপসেটে সর্বোচ্চ 48MP ক্যামেরা সাপোর্ট করে।
আরও পড়ুন: ছোট্ট নচ, ডুয়াল ক্যামেরা সহ ডিসেম্বরে আসছে Xiaomi Play
কয়েকদিন আগেই কোম্পানির প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন কোম্পানি পরবর্তী ফোনে 48MP রিয়ার ক্যামেরা থাকবে। Xiaomi প্রধান লিন বিন এই পোস্টে একটি ফোনের পিছনের ক্যামেরার ছবি পোস্ট করেছিলেন। এই ক্যামেরার পাশে ‘48MP' লেখা ছিল। এর আগে ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন Snapdragon 675 ব্যবহার করে শিঘ্রই স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।
আরও পড়ুন: আবার সেল Xiaomi প্রোডাক্টে, এই স্মার্টফোনগুলিতে মিলবে ডিসকাউন্ট
গত সপ্তাহে চিনে এক রিপোর্টে জানানো হয়েছিল Redmi সিরিজের অধীনে লঞ্চ হবে 48MP ক্যামেরার Xiaomi স্মার্টফোন। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচক্সে সেলফি ক্যামেরা থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Honor View 20 আর Samsung Galaxy A8s ফোনে একই ডিসপ্লে ডিজাইন ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন