2020 সালের শুরুতেই দুর্দান্ত সেল নিয়ে আসছে Amazon। এই সেলে 40 শতাংশ পর্যন্ত সস্তা হবে বিভিন্ন স্মার্টফোন। Oppo, Samsung, Xiaomi, Realme, LG, Vivo সহ সব জনপ্রিয় ফোনের দাম কমবে। মাত্র 833 টাকা মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। 19 জানুয়ারি Amaozn.in এ এই সেল শুরু হবে। 22 জানুয়ারি পর্যন্ত চলবে Amazon Great Indian Sale।
Amazon Prime গ্রাহকরা 18 জানুয়ারি দুপুর 12 টা থেকে এই সেলে অংশ নিতে পারবেন। এই সেলে প্রথম সস্তা হবে Redmi Note 8 Pro। 2019 সালে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। OnePlus 7T ফোনে থাকছে 12 মাসের নো কস্ট ইএমআই। সাথে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও চলতি মাসের সেলে সস্তা হবে Samsung Galaxy M30, Vivo U20। সস্তা হবে iPhone XR। শীঘ্রই এই সেলের অফার ঘোষণা করবে HMD Global, Realme, Huawei, Honor, Oppo আর LG।
মাত্র 69 টাকা থেকে মোবাইল অ্যাকসেসারি পাওয়া যাবে। এই সেলে HP, JBL, Bose, Sony সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট সস্তা হবে।
SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই ও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়। স্মার্টফোন ছাড়াও সস্তা হবে Amazon Echo, FireTV Stick, Kindle। ইতিমধ্যেই এই সেলের বিভিন্ন অফার প্রকাশ্যে এনে নতুন পেজ তৈরি করেছে Amazon। এই সেলের সব খবর দেখতে Gadgets 360 ওয়েবসাইটে নজর রাখুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন