Photo Credit: Star Health
ভারতের এক বৃহত্তম ইন্সুরেন্স কোম্পানী হলো Star Health। যারা নিশ্চিত করেছে যে,তাদের উপর ভয়ানক সাইবার আক্রমণ ঘটেছে,যার ফলে অবৈধভাবে দুর্বৃত্তরা কিছু তথ্য পেতে সক্ষম হয়েছে। এই ঘটনাটি বিগত মাসে প্রথম শোনা যায়,কিন্তু অভ্যন্তরীণ তদন্তের আগে, এই বিষয়ে কোনো মন্তব্য করতে কোম্পানী অস্বীকার করেন। বলা হয়েছে যে,বর্তমানে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে অপরাধমূলক অভিযোগ দায়ের করেছেন এবং বীমা ও সাইবারনিরাপত্তা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানিয়েছেন। উল্লেখযোগ্য ভাবে দাবী করা হয় যে,হ্যাকাররা টেলিগ্রামের চ্যাটবোট ব্যবহার করে,কোম্পানীর তথ্য ফাঁস করেছে।
কোম্পানী TechCrunch-কে একটি বিবৃতির মাধ্যমে জানায় যে, এই ঘটনাটি সত্যিই তথ্য ফাঁসের উদ্যেশে ঘটানো হয়েছিল।ঘটনার প্রথম গুজবের প্রায় দুই সপ্তাহ পরে এটির স্বীকৃতি দেওয়া হয়।চেন্নাই ভিত্তিক বীমা কোম্পানিটি উল্লেখ করেন যে,হ্যাকাররা ‘নির্দিষ্ট কিছু তথ্য' জানতে সক্ষম হয়েছিল,তবে গ্রাহকদের কোনো তথ্য চ্যুতি হয়েছে কিনা সেই বিষয়ে কোম্পানী জানায়নি।
Star Health জানিয়েছে, বর্তমানে স্বাধীন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নেতৃত্বে এটির ফরেন্সিক তদন্ত চলছে। বলা হয়েছে যে,কোম্পানিটি তদন্তের প্রতিটি পর্যায়ে সরকার এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সথে মিলিতভাবে কাজ করছে।প্রকাশনাটি উদ্ধৃতি দিয়ে এও বলেছেন যে,সাইবার নিরাপত্তা এবং নিয়ন্ত্রক বিভাগের কর্তৃপক্ষকেও এইবিষয়ে জ্ঞাত করা হয়েছে।
বিগত মাসে Star Health-এর উপর ভয়ানক সাইবার আক্রমনের ফলে ব্যাপক তথ্য চ্যুতির অভিযোগ করা হয়েছে।বলা হয়েছে যে, দূর্বৃত্তদের দ্বারা 5.8মিলিয়নের বেশি বীমা এবং 31মিলিয়ন পলিসি হোল্ডারদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে এবং পরে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামের চ্যাটবটের মাধ্যমে এই তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী হারানো তথ্যগুলিতে ব্যক্তির নাম,ফোন নম্বর, ঠিকানা,করের বিস্তারিত বিবরন, পরিচয় পত্রের নথি, পরীক্ষার ফলাফল এবং চিকিৎসা সংক্রান্ত নির্ণয়ের মতো তথ্য ছিল।
কিছুদিন পরে মূল্যবান তথ্য ফাঁস করার অভিযোগে ভারতীয় বীমাকারী কোম্পানিটি টেলিগ্রামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মাদ্রাস হাইকোর্ট প্লাটফর্মটিকে নির্দেশ করেন যে,ভারতে অনলাইনের মাধ্যমে তথ্য উপলব্ধ করে থাকে, যেসব চ্যাটবট এবং ওয়েবসাইট আছে, সেগুলিকে তৎক্ষণাৎ ব্লক করতে হবে।
এছাড়াও Star-Health ফাঁস হওয়া তথ্য হোস্ট করে,সেই ওয়েবসাইটগুলিকে পরিষেবা দেওয়ার জন্য,সফ্টওয়্যার কোম্পানী ক্লাউডফ্লেয়ারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন