179 টাকা দামের নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel। এই প্ল্যানের গ্রাহকরা 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা পাবেন। Bharti AXA Life এর সাথে হাত মিলিয়ে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel।
নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Airtel। 599 টাকার নতুন প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা।