179 টাকা দামের নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel। এই প্ল্যানের গ্রাহকরা 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা পাবেন। Bharti AXA Life এর সাথে হাত মিলিয়ে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel।
Bharti AXA Life এর সাথে হাত মিলিয়ে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel
179 টাকা দামের নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel। এই প্ল্যানের গ্রাহকরা 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা পাবেন। Bharti AXA Life এর সাথে হাত মিলিয়ে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Airtel। এর আগেও প্রিপেড প্ল্যানের সাথে গ্রাহকদের জীবন বিমার সুবিধা দিয়েছিল কোম্পানিটি। জানুয়ারি মাসের শুরুতে 279 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Airtel। সেই প্ল্যানের সাথে ছিল 4 লক্ষ টাকার জীবন বিমা।
179 টাকা প্রিপেড প্ল্যানের সাথে মোট 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে মোট 300 টি এসএমএস আর আনলিমিটেড লোকাল, ন্যাশানল ও রোমিং কল করার সুবিধা। 179 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে Wynk Music ও Airtel Xstream অ্যাপ ব্যবহার করতে পারবেন।
179 টাকা প্রিপেড প্ল্যান গ্রাহকদের 2 লক্ষ টাকার জীবন বিমার সুবিধা দেবে Bharti AXA Life। 18-54 বছর বয়সের Airtel গ্রাহকরা 179 টাকা প্রিপেড রিচার্জ করলে জীবন বিমার সুবিধা পাবেন। এই বিমা শুরুর জন্য অতিরিক্ত কোন কাগজপত্র দেখানোর প্রয়োজন হবে না। রিচার্জ করলেই বিমার সুবিধা পাওয়া যাবে।
কোম্পানির যে কোন রিটেল স্টোর অথবা Airtel Thanks অ্যাপ থেকে বিমার রেজিস্ট্রেশন করা যাবে। ছোট শহর ও গ্রামীণ ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখেই 179 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে Airtel।
জানুয়ারি মাসের শুরুতে আরও দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল Airtel। 279 টাকা আর 379 টাকা প্রিপেড প্ল্যানে থাকছে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি। সাথে থাকছে হাই স্পিড ডেটা আর এসএমএসের সুবিধা। এছাড়াও Wynk Music আর Xstream অ্যাপ সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করা যাবে। 279 টাকা প্রিপেড প্ল্যানে 4 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা দেবে HDFC Life। সম্প্রতি গোটা দেশে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল নতুন দিল্লির কোম্পানিটি। এবার 279 টাকা আর 379 টাকা দামের প্রিপেড প্ল্যান আনল কোম্পানি।
Airtel ওয়েবসাইটে জানানো হয়েছে 279 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে থাকছে দিনে 100 এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। HDFC Life এর সাথে এই প্ল্যানের গ্রাহকদের জীবন বিমার সুবিধা দেবে Airtel। সাথ চার সপ্তাহের Shaw Academy সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।
279 টাকা প্ল্যানের সাথেই 379 টাকা প্ল্যানের সাথে 6GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে 900 এসএমএস, আর আনলিমিটেড ভয়েস কল। 379 টাকা Airtel প্রিপেড প্ল্যানের বৈধতা 84 দিন। সাথে থাকছে Shaw Academy, Wynk Music আর Airtel Xstream সাবস্ক্রিপশন। FASTag কিনলে মিলবে 100 টাকা ক্যাশব্যাক।
আরও পড়ুন:
আনলিমিটেড কল, হাই স্পিড ডেটা সহ একধিক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series