আরও দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে বেল Vodafone। 99 টাকা আর 555 টাকা দামের দুটি নতুন প্রিপেড প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল আর হাই স্পিড ডেটা ব্যবহারের সুবিধা।
দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
আরও দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে বেল Vodafone। 99 টাকা আর 555 টাকা দামের দুটি নতুন প্রিপেড প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল আর হাই স্পিড ডেটা ব্যবহারের সুবিধা। সাথে বিনামূল্যে Zee5 সাবস্ক্রিপশন ব্যবহার করা যাবে। আপাতত নির্বাচিত কয়েকটি সার্কেলের গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান সামনে এসেছে। 149 টাকা প্ল্যানে কিছু বদল করে লঞ্চ হয়েছে 99 টাকা প্ল্যান। অন্যদিকে 598 টাকা প্ল্যানে বদল করে লঞ্চ হয়েছে 555 টাকা প্ল্যান। ডিসেম্বর মাসের শুরুতেই কোম্পানির সব প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল Vodafone। সেই ঘটনার এক মাসের মধ্যেই সামনে এল নতুন প্ল্যান।
Vodafone ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 99 টাকা প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে দিনে 1GB ডেটা ব্যবহারের সুবিধা আর রোজ 100 টা লোকাল ও ন্যাশনাল এসএমএস। 99 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন।
অন্যদিকে 555 টাকা প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই থাকছে রোজ 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের সাথেও দিনে 100 টা এসএমএস ব্যবহার করা যাবে। 555 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।
আপাতত কোলকাতা, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়, উড়িষ্যা, রাজস্থান সার্কেলের গ্রাহকদের জন্য 99 টাকা আর 555 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Vodafone। কোম্পানির ওয়েবসাইটে ‘বোনাস কার্ড' বিভাগে এই রিচার্জ দেখা যাবে।
আরও পড়ুন:
নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Wants to Integrate AI Into All Devices, Says DX Division Head TM Roh