Vi সিম ব্যবহার করেন? মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পাবেন 25,000 টাকা

Vi-এর মোবাইল ইন্সুরেন্স প্ল্যান 25,000 টাকা পর্যন্ত কভারেজ দেবে।

Vi সিম ব্যবহার করেন? মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পাবেন 25,000 টাকা

Photo Credit: Vi

Vi recharge plans now offer free mobile insurence up to Rs 25,000

হাইলাইট
  • Vi-এর মোবাইল বীমা Android ও iOS উভয় স্মার্টফোনকে কভারেজ দেবে
  • রিচার্জ প্ল্যানের দাম মাত্র 61 টাকা থেকে শুরু হচ্ছে
  • রিচার্জের দামের মধ্যে বীমার খরচ অর্ন্তভুক্ত আছে
বিজ্ঞাপন

সাধের মোবাইল ফোন হারিয়ে গেলে অথবা চুরি হলে উদভ্রান্ত হয়ে পড়েন অনেকেই। প্রথমেই কেউ সোজা দৌড়ন চুরি বা হারানোর সম্ভব্য জায়গায়, আর অন্যরা সরাসরি থানায়। কিন্তু ফোন খুঁজে না পেলে? প্রচলিত বীমা পলিসিগুলোতে ফোনের ড্যামেজ (ক্ষয়ক্ষতি) কভার করা থাকে। কিন্তু চুরি বা হারানো নয়। তাই ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi) একটি অভিনব উদ্যোগের ঘোষণা করেছে। ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি আদিত্য বিড়লা ক্যাপিটালের সঙ্গে হাত মিলিয়ে রিচার্জ প্ল্যানে মোবাইল বীমা যুক্ত করেছে। এই ইন্সুরেন্স প্ল্যানে কভারেজের অঙ্ক 25,000 টাকা পর্যন্ত রাখা হয়েছে যা একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের সমান দাম।

Vi রিচার্জ প্ল্যানে এখন 25,000 টাকার মোবাইল বীমা

ভিআই ভারতের প্রথম টেলিকম সংস্থা যারা প্রিপেইড গ্রাহকদের জন্য মোবাইল ফোন চুরি ও হারিয়ে যাওয়ার বীমা চালু করেছে। এটি iOS ও Android উভয়েরই জন্য প্রযোজ্য। গ্রাহকরা বিভিন্ন রিচার্জ প্ল্যান বেছে নিতে পারবেন, যেখানে আগে থেকেই বীমার প্রিমিয়াম অর্ন্তভুক্ত থাকবে। সংস্থাটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ইন্সুরেন্স ক্লেইম বা বীমার দাবি প্রক্রিয়া সম্পন্ন করবে।

প্রথম রিচার্জ প্ল্যানটি মাত্র 61 টাকার। এটি 30 দিনের জন্য গ্রাহকের মোবাইল ফোন বীমার আওতায় রাখবে। এই প্ল্যানে 15 দিনের জন্য 2 জিবি ডেটা পাওয়া যাবে। দ্বিতীয় অপশন হল 201 টাকার। এটি 180 দিনের জন্য ফোনকে বীমার ছাতার তলায় নিয়ে আসে। ভিআই প্ল্যানটিতে 30 দিনের জন্য 10 জিবি ডেটা সরবরাহ করবে।

তিন নম্বর রিচার্জ প্ল্যানের জন্য খরচ 251 টাকা। এটি পুরো 1 বছর বা 365 দিন গ্রাহকের মোবাইলে বীমার সুবিধা অর্ন্তভুক্ত করবে। এখানেও 30 দিনের জন্য 10 জিবি ডেটা ব্যবহার করা যাবে। Vi জানিয়েছে, রিচার্জের দামের মধ্যে বীমার খরচ যোগ করা আছে। ফলে আলাদা করে গ্রাহকদের এক পয়সাও খরচ হবে না। সংস্থাটি সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালু করছে, যেখানে গ্রাহকদের তথ্য ব্যবহারের মাধ্যমে দ্রুত ক্লেইম অনুমোদন ও নিষ্পত্তি করা হবে।

প্রসঙ্গত, সরকারি তথ্য বলছে যে ভারতের 85 শতাংশ বেশি পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে। মেমোরি চিপের সংকটে ফোনের দাম ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে, ফলে ফোন সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা ও তাগিদও বাড়ছে। ফোন হারানো বা চুরি হলে আবার 20,000 থেকে 25,000 খরচ করে ভাল মডেল কেনা অনেকের কাছেই চাপের। Vi এই কথা মাথায় রেখেই রিচার্জ প্ল্যানে নামমাত্র খরচে বীমা পরিষেবা দিচ্ছে। সংস্থার নতুন উদ্যোগে গ্রাহক পিছু আয় যেমন বৃদ্ধি পেতে পারে, তেমনই Jio এবং Airtel-এর সঙ্গে প্রতিযোগিতায় বাড়তি শক্তি জোগাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vi সিম ব্যবহার করেন? মোবাইল ফোন চুরি হলে বা হারিয়ে গেলে পাবেন 25,000 টাকা
  2. নতুন বছরের আগে Apple-এর সবচেয়ে স্লিম আইফোনে ধামাকা অফার, দাম এত কমল জানলে চমকে উঠবেন
  3. 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার ঝকঝকে 5G ফোনের সেল শুরু, দাম শুনলে লাফাবেন
  4. Redmi K90 Ultra: 10000mAh ব্যাটারির বাহুবলী স্মার্টফোন আনছে রেডমি, ছাব্বিশে ঘটবে বিপ্লব
  5. West Bengal SIR Draft: স্মার্টফোনে এক ক্লিকেই নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা দেখে নিন
  6. Realme Narzo 90 5G ও Narzo 90x 5G ভারতে 7,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, রয়েছে 50MP সেলফি ক্যামেরা
  7. Redmi ভারতে আনছে দুরন্ত স্মার্টফোন, 4 বছর পরেও ঝরঝরে পারফরম্যান্স মিলবে
  8. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 10,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Lenovo Tab Plus, বিনামূল্যে মিলছে স্টাইলাস পেন
  9. Vivo S50 ও Vivo S50 Pro Mini বাজার কাঁপিয়ে লঞ্চ হল, ডিজাইন, সেরা ফিচার্সে বাজিমাত
  10. Oppo Reno 15c চমৎকার ফিচার্স নিয়ে হাজির, 50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »