প্রোডাক্ট ডেলিভারির জন্য ছোট্ট এই রোবট নিয়ে হাজির হল মার্কিন ই-কমার্স জায়েন্ট Amazon। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নির্বাচিত কিছু এলাকায় এই রোবট ব্যবহার করে ডেলিভারি করা হবে।
গত বছর থেকে কোম্পানির সদর দপ্তর সিয়াটলে এই রোবট প্রীক্ষামুলকভাবে চালাচ্ছে Amazon। আপাতত শুধুমাত্র প্রাই গ্রাহকদের কাছেই রোবটের মাধ্যমে ডেলিভারি করবে ই-কমার্স কোম্পানিটি।
সম্পূর্ণ ইলেকট্রিকে চলবে ছয় চাকার এই রোবট। আপাতত আল্প কয়েকটি রোবটের মাধ্যমে ডেলিভারি শুরু হবে। শুরুতে র্যান্ডম উপায়ে গ্রাহক পছন্দ করে সেই গ্রাহকদের প্রোডাক্ট ডেলিভার করবে এই রোবট।
নতুন এই রোবটের নাম “এডোরা-বটস”। এই প্রথম রোবটের মাধ্যমে গ্রাহকের দড়জায় পৌঁছাতে শুরু করল Amazon।
রোবটের মাধ্যমে এই ডেলিভারি শুরু হওয়ায় ই-কমার্স দুনিয়ায় এক নরুন যুগের শুরু হল। ভবিষ্যতে গোটা বিশ্বের ই-কমার্স দুনিয়ার চিত্রটা বদলে দিতে পারে এই ধরনের রোবট।
আপাতত শুধুমাত্র দিনের আলো থাকার সময় ডেলিভারি করছে ‘এডোরা-বটস'।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন