Photo Credit: Amazon India
স্মার্টফোনে দুর্দান্ত ছাড় নিয়ে আসছে Amazon। 4 মে থেকে 7 মে পর্যন্ত এই সেল চলবে। Amazon Summer Sale 2019 এ জনপ্রিয় সব স্মার্টফোন সস্তা হবে। প্রাইম গ্রাহকরা 3 মে দুপুর 12 টা থেকে এই সেলে অংশ নিতে পারবেন। সেল শুরু হওয়ার আগেই সব গুরুত্বপূর্ণ ডিলের তালিকা প্রকাশ করল ই-কমার্স কোম্পানিটি।
নির্বাচিত কিছু স্মার্টফোনে এই সেলে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেবে Amazon। জনপ্রিয় কিছু স্মার্টফোনের দাম সবথেকে সস্তা হবে। ইরিমধ্যেই এই সেলের টিজার পেজ লঞ্চ করেছে Amazon।
Amazon Summer Sale 2019 এ সস্তা হবে iPhone X। মাত্র 69,999 টাকা থেকে এই ফোন বিক্রি শুরু হবে। আগে 91,900 টাকায় এই ফোন পাওয়া যেত। থাকছে নো কস্ট ইএমআই এর সুবিধা। 39,900 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy S9।
32,999 টাকায় পাওয়া যাবে OnePlus 6T। কয়েকদিন পরেই লঞ্চ হবে OnePlus 7। এর আগে বিশেষ সেলে সস্তা হল OnePlus 6T।
42,999 টাকার পরিবর্তে 37,999 টাকায় পাওয়া যাবে Honor View 20। সাথে থাকছে 5,000 টাকা Amazon Pay ক্যাশব্যাক। এই প্রথম সস্তা হচ্ছে Samsung Galaxy M20। 13,499 টাকার পরিবর্তে 9,999 টাকায় এই ফোন পাওয়া যাবে।
21,999 টাকার পরিবর্তে Honor Play কিনতে খরচ হবে 13,999 টাকা। 13,990 টাকায় পাওয়া যাবে Honor Y3। Honor 8X এর দাম কমে হয়েছে 12,999 টাকা।
Samsung Galaxy S10 কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 6,000 টাকার দাম পাওয়া যাবে। 19,990 টাকায় পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরার Galaxy A50।
সব প্রোডাক্টেই SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন