2 মে দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করেছিল CBSE। সোমবার দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। CBSE অফিশিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে এই ফলাফল দেখে নেওয়া যাবে। এছাড়াও ফলাফল দেখার জন্য বিশেষ ব্যবস্থা করে Google ও Microsoft। অনলাইনে CBSE দশম শ্রেণীর ফলাফল দেখবেন কীভাবে? জেনে নিন।
cbseresults.nic.in থেকে ফলাফল দেখবেন কীভাবে?
- cbseresults.nic.in ওয়েবসাইটে লগ ইন করুন।
- দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত হলে এই ওয়েবসাইটে দশম শ্রেণীর ফলাফল দেখা যবে।
- এই লিঙ্কে ক্লিক করে নিজের রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, এডমিট কার্ড আইডি দিতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করুন।
- এবার স্ক্রিনে আপনার CBSE দশম শ্রেণীর ফলাফল দেখতে পাবেন। পরে প্রিন্ট করার জন্য এই ফলাফল ডাউনলোড করা যাবে।
Google থেকে ফলাফল দেখবেন কীভাবে?
- Google.com এ ‘Class 10 results' সার্চ করুন।
- এখানে ফলাফল দেখার টুল দেখতে পাবেন।
- নিজের রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, এডমিট কার্ড আইডি দিতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করুন।
- এবার ডিসপ্লের উপর আপনার এরজাল্ট দেখিয়ে দেবে Google।
Microsoft SMS Organizer অ্যাপ থেকে ফলাফল দেখবেন কীভাবে?
- Android ফোনে Microsoft SMS Organizer অ্যাপ ডাউনলোড করতে হবে।
- এই অ্যাপ থেকে CBSE দশম শ্রেণী ফলাফল দেখার নোটিফিকেশন দেখতে পাবেন।
- এখানে রেজিস্টার করে রাখলে ফলাফল প্রকাশিত হলে SMS এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেবে এই অ্যাপ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
আরও পড়া:
CBSE Result 2019,
CBSE Result,
CBSE Class 10 result 2019,
CBSE Class 10 result,
Class 10 CBSE Result,
Class 10 CBSE result 2019 time,
Class 10 CBSE result 2019 date,
CBSE Class 10 Result online check,
CBSE board result,
CBSE official site,
CBSE