বাঙালি গ্রাহকদের জন্য তিনটি নতুন কম্বো প্যাক নিয়ে এল Dish TV। সম্পূর্ণ বাংলা, স্বাগত বাংলা আর স্বাগত ক্রিকেট বাংলা নামে তিনটি নতুন প্যাক নিয়ে এসেছে কোম্পানি। এই প্যাকগুলিতে স্ট্যান্ডার্ড ডেফিনিশন ও হাই ডেফিনিশন চ্যানেল দেখা যাবে। 169 টাকা থেকে নতুন প্যাকের দাম শুরু হচ্ছে। নতুন তিনটি প্যাকে 234 টা পর্যন্ত চ্যানেল দেখা যাবে।
সম্পূর্ণ বাংলা প্যাক
Dish TV ওয়েবসাইটে জানানো হয়েছে সম্পূর্ণ বাংলা প্যাকে 196 টি স্ট্যান্ডার্ড ডেফিনিশন চ্যানেল দেখা যাবে। সম্পূর্ণ বাংলা প্যাক ব্যবহার করতে পাসে 169 টাকা খরচ হবে। 207 টাকা দিলে দেখা যাবে হাই ডেফিনিশন চ্যানেল।
স্বাগত ক্রিকেট প্যাক
219 টাকায় পাওয়া যাবে স্বাগত ক্রিকেট বাংলা প্যাক। এই প্ল্যানে মাসে 219 টাকা খরচ হবে। থাকছে মোট 234 টা চ্যানেল দেখার সুযোগ। 334 টাকা দিলে এই প্যাকে হাই ডেফিনিশন চ্যানেল দেখা যাবে।
স্বাগত বাংলা প্যাক
এই দুই প্যাক ছাড়াও নতুন স্বাগত বাংলা প্যাক নিয়ে এসেছে Dish TV। এই প্যাকে মাসে 204 টাকা খরচ হবে, থাকছে 218 টা চ্যানেল দেখার সুযোগ। এই প্যাকে হাই ডেফিনিশন চ্যানেল দেখতে 306 টাকা খরচ করতে হবে।
DreamDTH ওয়েবসাইটে প্রথম নতুন প্যাকগুলি সামনে এসেছে। Dish TV ওয়েবসাইটে ইতিমধ্যেই নতুন তিনটি প্যাক দেখা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন