সরকার ছাড়া অন্য কেউ বিনা অনুমতিতে আধার ব্যবহার করলে শাস্তি হওয়া উচিৎ। আধার সম্পর্কে এই মন্তব্য করলেন এডওয়ার্ড স্নোডেন।
ভারতবাসীর কল্যানের জন্য আধার ব্যবস্থা তৈরী করেছিল ভারত সরকার। আধারের অপব্যবহার হলে তার বিরুদ্ধে অপরাধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্নোডেন। সম্প্রতি ভিডিও কনফারেন্সে এক ইভেন্টে এই কথা জানিয়েছেন তিনি।
জয়পুরে সাংবাদিকদের এক কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেই এডওয়ার্ড স্নোডেন। সেখানেই তিনি বলেন, এই ধরনের জনগনের উপরে নজরদারির এই ধরনের ব্যবস্থায় সমাজে বিশ্বাসঅর্জন আবশ্যিক। যদিও এই বিষয়ে UIDAI-কে কোন মন্তব্য করতে শোনা যায়নি।
জনগনের উপরে নজরদারির প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে স্নোডেন বলেন, কোন সরকার “আপনার অধিকার নেই” বলে কখনও মন্তব্য করবে না। বরং নতুন নজরদারি ব্যবস্থা নিয়ে আসার আগে যে কোন সরকার বলবে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে।
যুব সমাজ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্পর্কে যথেষ্ট সচেতন বলে মনে করেন স্নোডেন। তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কেন প্রয়োজন তা জনগনকে জানানোর প্রয়োজন নেই। বরং কেন মানুষের নিজের হক বুঝে নেওয়ার অধিকার নেই সেই কথা বুঝিয়ে বলা প্রয়োজন সরকারের।
প্রাক্তন এই CIA কর্মী বলেন, “আমাদের গোপনীয়তা নিয়ে সমস্যা রয়েছে”। কারন যাঁরা আমাদের গোপনীয়তা ভঙ্গ করেন তাঁরা নিজের স্বার্থসিদ্ধিতে ব্যাস্ত। স্নোডেন বলেন কড়া এনক্রিপশান ও ভালো আইনি ব্যবস্থার মাধ্যমে বিশ্বের প্রত্যেক মানুষের গোপনীয়তা রক্ষা সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন