2019 সালের প্রথমার্ধে Game of Thrones এর শেষ সিজনের কাজ শুরু হবে। Game of Thrones এর শেষ সিজন প্রিকুয়েল থেকে প্রোডাকশান শুরু হবে। বুধবার HBO-র এক প্রতিনিধি এই কথা জানিয়েছেন।
HBO-র প্রোগ্রামিং এর প্রধান কেসি ব্লয়েস এক ইভেন্টে Game of Thrones এর অষ্টম ও শেষ সিজন সম্পর্কে কোন তথ্য দিতে অস্বীকার করেছেন। একই সাথে Game of Thrones শেষ সিজিনের প্রিমিয়ার কবে হবে সেই সম্পর্কেও কোন মন্তব্য করেননি কেসি।
HBO-র সবথেকে জনপ্রিয় টিভি সিরিজ Game of Thrones। শুধুমাত্র মার্কিন মুলুকে 3 কোটি দর্শক এই টিভি সিরিজ দেখেন। এছাড়াও Game of Thrones এর বিশ্বব্যপী কয়েক কোটি ফলোয়ার রয়েছে।
আপাতত এই প্রিকুয়েলের জন্য নতুন আভিনেতা ও পরিচালকের সন্ধান করছে HBO। এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন কেসি। আগামী বছর শুরু থেকে এই প্রিকুয়েল শুটিং করার ব্যাপারে আশাবাদী তিনি।
তবে এখনো এই প্রিকুয়েল সিরিজের নাম ঠিক হয়নি। Game of Thrones এর গল্পের কয়েক হাজার বছর আগে এই প্রিকুয়েল সিরিজ শুরু হবে। ব্রিটিশ লেখক জর্জ আর আর মার্টিনের লেখা ‘A Song of Ice and Fire’ উপন্যাসের উপরে ভিত্তি করে এই টিভি সিরিজের চিত্রনাট্য লিখেছেন জেন গোল্ডম্যান।
এই প্রিকুয়েলের চিত্রনাট্যে শিলমোহর দেওয়ার আগে পাঁচটি আলাদা চিত্রনাট্য নিয়ে কাজ করেছে HBO। ব্লয়েস জানিয়েছেন বাকি চারটি স্ক্রিপ্ট হয় নষ্ট করে দেওয়া হয়েছে অথবা এখনো সেই স্ক্রিপ্টের কাজ এখনো চলছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন