3 মে পর্যন্ত দেশে লকডাউন চলবে। জরুরি দরকার ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। করোনাভাইরাস সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারকে। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তি কর্মীদের প্রতিদিনই বাইরে যেতে হচ্ছে। বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা অনলাইনে ই-পাসের আবেদন করতে পারবেন। কীভাবে অনলাইনে ই-পাস পাওয়া যাবে? দেখে নিন।
কয়েকটি রাজ্য ওয়েবসাইটে রেজিস্টার করে ই-পাস দিচ্ছে। যদিও কয়েকটি রাজ্য মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
লক-ডাউনে ই-পাস পাবেন কীভাবে?
-
নিজের শহর অথবা রাজ্যের লকডাউন ই-পাস ওয়েবসাইটে যান।
-
ওয়েবসাইট থেকে নতুন ই-পাসের আবেদন জানান।
-
অনলাইনে আবেদন জানানোর সময় বাইরে যাওয়ার কারণ জানাতে হবে। বিভিন্ন রাজ্যের ওয়েবসাইটে আলাদা প্রশ্ন থাকছে। কয়েকটি রাজ্যে ফটো আইডি সাবমিট করতে হচ্ছে।
-
আবেদন জমা দেওয়ার পরে পুলিশ তা যাচাই করে আপনাকে ই-পাস পাঠিয়ে দেবে।
-
আবেদন পত্র জমা দেওয়ার সময় কোন সমস্যা হলে স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারেন।
ই-পাস আবেদন পত্রের স্ট্যাটাস দেখেবেন কীভাবে?
আবেদন জমা দেওয়ার পরে একটি আইডি পাবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে এই আইডি দিয়ে সার্চ করে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। ই-পাসের আবেদন অনুমোদিত হলে মোবাইল নম্বরে এসএমএস আসবে। এর পরে ই-পাস ডাউনলোড করে প্রিন্ট করে নিন। বাইরে গেলে এই প্রিন্ট নিজের সঙ্গে রাখুন।বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ই-পাস আবেদনের ওয়েবসাইট
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই-পাস আবেদন করবেন কীভাবে?
ওয়েবসাইটের সঙ্গেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই-পাস দিচ্ছে দিল্লি সরকার। নীচে দিল্লির বিভিন্ন এলাকায় ই-পাসের আবেদন জানানোর হোয়াটসঅ্যাপ নম্বরগুলি দেখে নিন।
- ইস্ট ডিসট্রিক্ট: 8447200084, 8375878007
- নর্থ ইস্ট ডিসট্রিক্ট: 9540895489, 8860425666
- সেন্ট্রাল ডিসট্রিক্ট: 7428336279, 7428210711
- নিউ দিল্লি ডিসট্রিক্ট: 9540675392, 9873743727
- নর্থ ডিসট্রিক্ট: 8595298706, 8595354861
- শাহদারা ডিসট্রিক্ট: 8595272697, 8595274068
- সাউথ ইস্ট ডিসট্রিক্ট: 8595246396, 8595258871
- ওয়েস্ট ডিসট্রিক্ট: 9414320064, 8595252581
- সাউথ ডিসট্রিক্ট: 9599649266, 9643150027
- সাউথ ওয়েস্ট ডিসট্রিক্ট: 9971518387, 9971526953
- নর্থ ওয়েস্ট ডিসট্রিক্ট: 8595559117, 8595543375
হোয়াটসঅ্যাপে আবেদনকারীকে নাম, ঠিকানা, বাইরে যাওয়ার কারণ, বাইরে যাওয়ার সময় ও ফটো আইডি কার্ডের ছবি পাঠাতে হবে। এর পরে আপনার তথ্য যাচাই করে ই-পাস অনুমোদন করতে পুলিশ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.