চিন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে মোট 4.3 লক্ষ সাইবার অ্যাটাক হয়েছে। এর মধ্যে 73,000 অ্যাটাক হয়েছে এই বছর জানুয়ারি মাস থেকে জুলাই মাসের মধ্যে। সম্প্রতি ফিনল্যান্ডের এক সাইবারসিকিউরিটি সংস্থা এই তথ্য জানিয়েছে।
F-Secure জানিয়েছে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, নেদারল্যান্ডস ও জার্মানির হ্যাকাররা ভারতে মোট 4,36,090 টি সাইবার অ্যাটাক করেছে। ভারত থেকে হওয়া সাইবার অ্যাটাকের 12 গুণ বেশি এই সংস্থা।
ভারতে সবথেকে বেশি সাইবার অ্যাটাক হয়েছে রাশিয়া থেকে (2,55,589)। ভারতে হ্যাকিং অ্যাটাকে দুই নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে মোট 1,03,458 টি সাইবার অ্যাটাক হয়েছে। 42,544 টি সাইবার অ্যাটাক সহ তিন নম্বরে রয়েছে প্রতিবেশী চিন। ভারতে সাইবার অ্যাটাকে চার ও পাঁচ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস (19,169) ও জার্মানি (15,330)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন