কম দামে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এল Netflix। আপাতত শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য মাসে 199 টাকার প্ল্যান নিয়ে এসেছে জনপ্রিয় এই স্ট্রিমিং সার্ভিস। তবে এই প্ল্যানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেফিনেশনে ভিডিও স্ট্রিম হবে। এতদিন Netflix সাবস্ক্রিপশনে মাসে 499 টাকা খরচ হতো। যদিও সেই প্ল্যানে হাই ডেনিনেশন স্ট্রিম সম্ভব।
বুধবার থেকে Netflix এ 199 টাকা সাবস্ক্রপশন প্ল্যান ব্যবহার করে যাবে। এই প্ল্যানে স্ট্যান্ডার্ড ডেফিনেশনে ভিডিও স্ট্রিম হবে। নতুন প্ল্যানে একসাথে একটির বেশি ডিভাইসে স্ট্রিম করা যাবে না। সস্তা দামের এই প্ল্যানে মোবাইল থেকে স্ট্রিম করা যাবে। যদিও মোবাইল থেকে টিভিতে কাস্ট করার সুযোগ থাকছে না। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত 199 টাকা সাবস্ক্রিপশন করা যায়নি। সম্প্রতি Netflix জানিয়ে গোটা বিশ্বে অন্যান্য যে কোন দেশের থেকে ভারতে সব থেকে বেশি মানুষ মোবাইল থেকে রেজিস্টার করেন। নতুন এই প্ল্যান নিয়ে এসে ভারতে Hotstar ও Amazon Prime Video এর মতো জনপ্রিয় মোবাইল স্ট্রিমিং কোম্পানিগুলির সাথে টক্কড় দেওয়ার চেষ্টা করছে Netflix।
নতুন 199 টাকা প্ল্যান ছাড়াও এই মুহুর্তে ভারতে Netflix এর 499 টাকা, 649 টাকা আর 799 টাকা প্ল্যান রয়েছে। মাসিক সাবস্ক্রিপশনের জন্য Hotstar এ 249 টাকা আর Amazon Prime Video তে 129 টাকা খরচ হয়। Netflix এর 199 টাকা প্ল্যান এই দুই প্ল্যানের মাঝে লঞ্চ হয়েছে।
গত সপ্তাহে লগ্নীকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে Netflix জানিয়েছিল শিঘ্রই সস্তা দামে ভারতে নতুন প্ল্যান লঞ্চ হবে। লঞ্চের পরে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানানোর কথা জানিয়েছিল মার্কিন কোম্পানিটি। সেই চিঠির এক সপ্তাহের মধ্যেই 199 টাকা দামের মোবাইল প্ল্যান নিয়ে হাজির হল Netflix।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন