বিদেশী মুদ্রা বিনিময় পরিষেবা চালু করল পেমেন্ট ওয়ালেট সার্ভিস প্রোভাইডার Paytm। 20 টি বৈদেশিক মুদ্রা বিনিময় পরিষেবা শুরু করেছে Paytm। কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে। শিঘ্রই Android ও iOS এ এই পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।
“মাল্টি কারেন্সি ফোরেক্স কার্ড ও ফোরেক্স ক্যাশ” পরিষেবা দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে Paytm। রিয়েল টাইমে এই পরিষেবা অর্ডার করা যাবে। 48 ঘন্টার মধ্যে এই কার্ড ডেলিভার করা হবে বলে জানিয়েছে কোম্পানি।
প্রায় সম ATM ও অনলাইনে ফোরেক্স কার্ডের ব্যালেন্স চেক করা যাবে। বিশ্বব্যাপী প্রায় সব মার্চেন্টে এই ফোরেক্স কার্ড ব্যবহার করা যাবে বলে জানিয়েছে Paytm।
টাকা তোলার সময় গ্রাহকদের কোন কমিশান বা সার্ভিস চার্জ দিতে হবে না। এক বছরে 250,000 মার্কিন ডলার (প্রায় 1.7 কোটি টাকা) পর্যন্ত ফোরেক্স কার্ডে ভরা সম্ভব।
“গ্রাহকদের একটি ভরসাযোগ্য ফোরেক্স সার্ভিস প্রয়োজন। সেই কারনেই আমরা এই ফোরেক্স কার্ড লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকের ঘুরতে যাওয়ার সব সমস্যার সমাধানের জন্য তৈরী Paytm।” বলেন Paytm এর ভাইস প্রেসিডেন্ট অভিষেক রাজন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন