ভারতে ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট Mi.com থেকে আরও বেশি প্রোডাক্ট বিক্রি করার সিদ্ধান্ত নিল Xiaomi। বৃহস্পতিবার কোম্পানির এক উচ্চ পদস্থ আধিকারিক এই কথা জানিয়েছেন।
এই মুহুর্তে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi। এই মুহুর্তে ভারতে 11 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে কোম্পানির। সম্প্রতি কোম্পানির অনলাইন সেলস প্রধান রঘু রেড্ডি জানিয়েছেন গ্রাহকের আরও কাছে পৌঁছাতে সম্প্রতি একাধিক পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
“আমাদের অনলাইন যাত্রায় অন্যতম প্রধান সঙ্গী Mi.com। ভারতে শুরুতে Flipkart থেকে যাত্রা শুরু হলেওএখন আমাদের নিজস্ব অনলাইন স্টোর রয়েছে।” বলেন রেড্ডি।
ভারতে অনলাইন স্টোর থেকে স্মার্টফোন, টিভি, সিকিউরিটি ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক, স্পিকার ও ফিটনেস ব্যান্ড সহ সব ধরনের প্রোডক্ট বিক্রি করে Xiaomi।
2015 সালে ভারতের বাজারে প্রবেশ করে দারুন সফ হয়েছে চিনের কোম্পানিটি। “অনেক দিন ধরে আমরা এই অনলাইন প্ল্যাটফর্ম তৈরী করেছি।অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের থেকে অনেক দ্রুত এগিয়েছে Mi.com।”
গোটা দেশে 17,000 পিন কোডে এক্সপ্রেস ডেলিভারি করে Mi.com। যে কোন দিন দুপুর 2 টোর মধ্যে অর্ডার করলে 49 টাকা অতিরিক্ত দিয়ে পরদিন ডেলিভারি পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন