Mijia সাব ব্র্যান্ডের অধীনে নতুন স্মার্ট হোম গ্যাজেট লঞ্চ করল Xiaomi। বায়ু দূষণ মাপতে লঞ্চ হয়েছে নতুন Mijia Air Detector। সম্প্রতি চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে। বাতাসে P2.5 পার্টিকেল, কার্বোণ-ডাই-অক্সাইড, TVOC, তাপমাত্র আর আদ্রতা মাপতে পারবে Mijia Air Detector। কোম্পানির স্মার্ঠোম ইকো সিস্টেমের মাধ্যমে সহজেই Mi Air Purifier আর Mi Humidifier এর সাথে Mijia Air Detector কে কানেক্ট করা যাবে।
চিনে Mijia Air Detector এর দাম 399 ইউয়ান (প্রায় 4,200 টাকা)। 11 নভেম্বরে চিনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্ট ডিভাইস। কানেক্টিভিটির জন্য Mijia Air Detector এ রয়েছে USB Type C পোর্ট আর 5V/1A চার্জিং।
নতুন এই ডিভাইসের ওজন 182 গ্রাম। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকছে Wifi। বাতাসের গুণমান ছাড়াও এই ডিভাইসে সময়, দিন, তারিখ ও আবহাওয়ার অন্ত্য দেখা যাবে। Android ও iOS ডিভাইসের মাধ্যমে Mijia Air Detector এর সাথে কানেক্ট করা যাবে।
বাতাসে দুষনের পরিমাপ হয় 2.5 মাইক্রোমিটার কণার পরিমান মেপে। এই কণাগুলি P2.5 কণা নামেই পরিচিত। P2.5 কণা মাপা যাবে এই ডিভাইসে। এছাড়াও Mijia Air Detector দিয়ে মাপা যাবে TVOC। এছাড়াও থাকছে কার্বোণ ডাই অক্সাইড পরিমাপ করার যন্ত্র। বাতাসের তাপমাত্র, আদ্রতা সহ দূষণের সব পরিমাপ রিয়েল টাইমে দেখাতে থাকবে Mijia Air Detector। ডিভাইসের উপরে ডিসপ্লে ছাড়াও স্মার্টফোনে Mi Home অ্যাপ ব্যবহার করে এই তথ্য স্মার্টফোনে দেখে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন