Photo Credit: Twitter/ AMD
তাইপেইতে Computex 2018 ইভেন্টে নতুন প্রাসেসার লঞ্চ করল AMD। 24 কোর ও 32 কোরের সেকেন্ড জেনারেশান থ্রেডডিপার লাইনআপ লঞ্চ করল AMD। নতুন এই প্রসেসারে ব্যাবহার হবে Zen+ আর্কিটেকচার। কোম্পানির সেকেন্ড জেনারেশানের Ryzen চিপিউ লাইনআপে এই একই আর্কিটেকচার ব্যাবহার হয়েছিল। 12nm প্রসেসে তৈরী নতুন এই প্রসেসার। একদিন আগেই Intel তাদের 28 কোরের ডেক্সটপ প্রসেসার লঞ্চ করার কথা ঘোষনা করেছিল। আর তার ঠিক এক দিন পরেই একই স্টেজে দাঁডিয়ে নিজেদের 32 কোর প্রসেসার লঞ্চের কথা জানালো AMD।
যদিও এই প্রসেসারের অন্য কোন বিস্তারিত বিবরন জানানো হয়নি। তবে কোম্পানি জানিয়েছে এই দুটি প্রসেসারেই একই সকেট থাকবে। আগের জেনারেশানের থ্রেডডিপার প্রসেসারের মাদারবোর্ডেই কাজ করবে নতুন এই দুটি প্রসেসার। এছাড়াও AMD দেখিয়েছে তাদের 24 কোরের প্রসেসারটি বেঞ্চমার্কে হারিয়ে দিচ্ছে Intel এর ফ্ল্যাগশিপ i9 প্রসেসারকে। এই বছরের শেষে লঞ্চ হবে এই দুটি প্রসেসার। যদিও এই লাইন আপে এই দুটি প্রসেসারের সাথে পরে আরও প্রসেসার যোগ হতে পারে।
এছাড়াও এই ইভেন্টে Radeon Vega56 নামের ন্যানো গ্রাফিক্স কার্ড দেখিয়েছে AMD। ছোট কম্পিউটারে ব্যাবহার হবে এই গ্রাফিক্স কার্ড। এছাড়াও কোম্পানি ঘোষনা করেছে এবার থেকে Samsung QLED টিভিতে FreeSync থাকবে। এছাড়াও Microsoft Xbox One S আর Xbox One X ডিভাইগুলিতে যোগ হবে কোম্পানির FreeSync টেকনোলজি।
তবে পরবর্তী জেনারেশানের Radeon GPU নিয়ে কোন ঘোষনা করেনি AMD। তবে সার্ভার ও ওয়ার্কস্টেশানের স্পিড বাড়ানো নতুন Radeon দেখিয়েছে কোম্পানি। নতুন 7nm প্রযুখতিতে এই ডিভাইস তৈরী হবে। এই বছরের দ্বিতীয় ভাগে এই ডিভাই লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি। তবে এই টেকনোলজি পরে গ্রাহক GPU তে আসবে 2019 সালে। এছাড়াও নতুন জেনারেশানের Epyc প্রসেসারেও থাকবে 7nm প্রসেস। এই বছরের শেষে বা 2019 এর শুরুর দিকে লঞ্চ হতে পারে এই প্রসেসার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন