ভারতের কম্পিউটার বাজারে প্রবেশ করতে চলেছে Honor। আগামী বছর ভারতে একাধিক ল্যাপটপ লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। Honor ল্যাপটপে চলবে Windows অপারেটিং সিস্টেম।
হালকা পাতলা ডিজাইনে লঞ্চ হয়েছে নতুন ProBook 445 G6। এই ল্যাপটপটি মাত্র 18 মিমি পাতলা। ল্যাপটপের ভিতরে থাকছে AMD Ryzen 2000 সিরিজ প্রসেসর। Ryzen 3 2200U, Ryzen 5 2500U অথবা Ryzen 7 PRO 2700U এর কধ্যে যে কোন একটি প্রসেসর সহ এই ল্যাপটপ কেনা যাবে।
ThinkPad T495, ThinkPad T495s আর ThinkPad X395 ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 7 Pro সিরিজ প্রসেসর আর AMD Vega গ্রাফিক্স। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে আর থিঙ্ক শাটার ক্যামেরা।
ভারতে নতুন AMD Ryzen প্রসেসারের HP Envy x360 এর দাম 60,990 টাকা। HP Pavilion 15 এর দাম 36,900 টাকা আর HP Pavilion Tower 590 ডেস্কটপ এর দাম 22,990 টাকা।