ভারতের কম্পিউটার বাজারে প্রবেশ করতে চলেছে Honor। আগামী বছর ভারতে একাধিক ল্যাপটপ লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। Honor ল্যাপটপে চলবে Windows অপারেটিং সিস্টেম। 2020 সালের মার্চ মাসের আগেই ভারতে আসতে পারে কোম্পানির প্রথম ল্যাপটপ। Honor MagicBook ল্যাপটপে থাকবে Intel ও AMD এর মতো মার্কিন কোম্পানির প্রসেসর।
“2020 সালে ভারতে দুটি ল্যাপটপ লঞ্চ করব আমরা। ইতিমধ্যেই Microsoft এর সাথে এই ল্যাপটপ তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমাদের প্রোডাক্টকে স্বীকৃতি দিয়েছে Microsoft।” বলেছেন বিদেশে কোম্পানির মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান জেমস জৌ।
যদিও কবে ভারতে এই ল্যাপটপগুলি লঞ্চ হবে সেই বিষয়ে কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। Honor জানিয়েছে AMD প্রসেসরের ল্যাপটপ বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করা হবে। ভারতে 2020 সালের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে Honor ল্যাপটপ।
জৌ বলেন আরও অনেক বেশি প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা করছে কোম্পানি। পার্সোনাল কম্পিউটার ছাড়াও আগামী বছর কোম্পানির স্মার্ট টিভি লঞ্চ হতে পারে। এছাড়াও লঞ্চ হতে পারে Honor স্মার্টওয়াচ। এছাড়াও লঞ্চ হতে পারে Honor 9X স্মার্টফোন। এই ফোনে কোন Google সার্ভিস থাকছে না। যদিও ইতিমধ্যেই সেই Google সার্ভিসের বিকল্প তৈরি করে ফেলেছে Huawei।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন