তিনটি নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi। চিনে লঞ্চ হয়েছে RedmiBook 13, RedmiBook 14 ও RedmiBook 16। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর।
RedmiBook 16
তিনটি নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi। চিনে লঞ্চ হয়েছে RedmiBook 13, RedmiBook 14 ও RedmiBook 16। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর। সঙ্গে রয়েছে 16GB RAM ও 1TB স্টোরেজ। এই ল্যাপটপগুলিতে যথাক্রমে 13 ইঞ্চি, 14 ইঞ্চি ও 16 ইঞ্চি ডিসপ্লে থাকছে। 1 জুন চিনে এই ল্যাপটপগুলি বিক্রি শুরু করবে বেজিংয়ের কোম্পানিটি।
RedmiBook 13-এর দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 40,200 টাকা) থেকে। RedmiBook 14-এর দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 39,000 টাকা) থেকে। RedmiBook 16-এর দাম শুরু হচ্ছে 4,499 ইউয়ান (প্রায় 47,700 টাকা) থেকে। 1 জুন চিনে এই ল্যাপটপগুলি বিক্রি শুরু হবে।
তিনটি নতুন ল্যাপটপেই রয়েছে AMD Ryzen 4000 সিরিজ প্রসেসর। AMD Ryzen 5 4500U ও AMD Ryzen 7 4700U প্রসেসর ব্যবহার করেছে Xiaomi। এই ল্যাপটপগুলিতে 16GB পর্যন্ত DDR4 RAM ও 512GB পর্যন্ত SATA SSD ব্যবহার হয়েছে। যদিও Ryzen 7 সিরিজ প্রসেসর সহ একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে RedmiBook 13। সেই ল্যাপটপে থাকছে 16GB RAM ও 1TB SSD।
তিনটি ল্যাপটপেই ফুল এইচডি 60 Hz ডিসপ্লে থাকছে। RedmiBook 13 ও RedmiBook 14-এ থাকছে 250nits ব্রাইটনেস। অন্যদিকে RedmiBook 16-এ 300 nits ব্রাইটনেসের ডিসপ্লে দিয়েছে Xiaomi। RedmiBook 13 ও RedmiBook 14-এ 40Wh ব্যাটারি থাকছে। RedmiBook 16-এ রয়েছে 46Wh ব্যাটারি। কানেক্তিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, USB Type-A পোর্ট, HDMI পোর্ট ও 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hogwarts Legacy Has Sold 40 Million Copies, Warner Bros. Games Announces
Infinix Xpad Edge Launched With 13.2-Inch Display, 8,000mAh Battery: Price, Specifications