ThinkPad সিরিজে তিনটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Lenovo। এই ল্যাপটপগুলি হল ThinkPad T495, ThinkPad T495s আর ThinkPad X395। এই ল্যাপটপগুলিতে রয়েছে AMD Ryzen 7 Pro সিরিজ প্রসেসর আর AMD Vega গ্রাফিক্স। নতুন ল্যাপটপগুলিতে রয়েছে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে আর থিঙ্ক শাটার ক্যামেরা। মে মাসে বিক্রি শুরু হবে তিনটি নতুন ThinkPad ল্যাপটপ।
ThinkPad T495 ল্যাপটপে থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 400 নিটস। থাকছে AMD Radeon FreeSync সাপোর্ট। এই ল্যাপটপের ভিতরে থাকছে একটি AMD Ryzen 7 প্রসেসর। সাথে থাকছে AMD Vega ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আর 32GB পর্যন্ত LDDR4 RAM। থাকছে 1TB PCIe আর 256GB SATA SSD।
ThinkPad T495 ল্যাপটপে থাকছে 65W ফাস্ট USB Type C চার্জিং। কানেক্টিভিটির জন্য সব ধরনের পোর্ট মজুত রয়েছে এই ল্যাপটপে। Lenovo ThinkPad T495 এর দাম শুরু হচ্ছে 939 মার্কিন ডলার (প্রায় 69,000 টাকা) থেকে।
ThinkPad T495s ল্যাপটপেও থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে AMD Ryzen 7 Pro প্রসেসর। সাথে থাকছে AMD Vega ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আর 16GB পর্যন্ত LDDR4 RAM। থাকছে 1TB PCIe SSD স্টোরেজ।
ThinkPad T495s ল্যাপটপে রইয়েছে একটি 57 ওয়াট আওয়ার ব্যাটারি। এই ল্যাপটপে ThinkPad T495 এর মতোই সব পোর্ট ও ওয়্যারলেস কানেক্টিভিটি থাকছে। তবে ThinkPad T495s ল্যাপটপে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আই আর ক্যামেরা আর ডলবি সাউন্ড। Lenovo ThinkPad T495s এর দাম শুরু হচ্ছে 1,089 মার্কিন ডলার (প্রায় 76,000 টাকা) থেকে।
ThinkPad X395 ল্যাপটপে থাকছে দ্বিতীয় জেনারেশানের AMD Ryzen 7 Pro প্রসেসর আর AMD Vega ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। এই ল্যাপটপে রয়েছে 16GB LPDDR4 RAM। থাকছে 1TB PCIe আর 256GB SATA SSD স্টোরেজ। ল্যাপটপের ভিতরে থাকবে একটি 48 ওয়াট আওয়ার ব্যাটারি। এই ল্যাপটপের ফাস্ট চার্জিং এর মাধ্যমে ব্যাটারি এক ঘন্টায় 0 – 80 শতাংশ চার্জ হবে।
তবে ThinkPad X395 ল্যাপটপে থাকছে 13.3 ইঞ্চি FHD ডিসপ্লে। 400 নিটস ব্রাইটনেসের এই ডিসপ্লেতে থাকছে AMD Radeon FreeSync সাপোর্ট। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আই আর ক্যামেরা, ডলবি অডিও প্রিমিয়াম সাপোর্ট। ThinkPad X395 এর দাম শুরু হচ্ছে 1,089 মার্কিন ডলার (প্রায় 76,000 টাকা) থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন