Thunderbolt 3 কানেক্টিভিটি সহ নতুন SSD ড্রাইভ লঞ্চ করল Samsung। এই প্রথম NVMe ড্রাইভ লঞ্চ করল Samsung। ভিডিও এডিটার, কনটেন্ট ক্রিয়েটার ও আইটি প্রফেশানালদের জন্য Portable SSD X5 লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 500GB, 1TB ও 2GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Portable SSD X5। এই ড্রাইভের Thunderbolt 3কানেক্টিভিটি ও NVMe সাপোর্টের জন্য 20GB সাইজের একটি 4K ভিডিও মাত্র 12 সেকেন্ডে ট্রান্সফার করা যাবে।
Samsung Portable SSD X5 এর 500GB বেস মডেলের দাম 399.99 মার্কিন ডলার (প্রায় 28,200 টাকা)। 1TB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 699.99 মার্কিন ডলার (প্রায় 49,400 টাকা)। আর প্রিমিয়াম 2TB Portable SSD X5 কিনতে খরচ হবে 1,399 মার্কিন ডলার (প্রায় 98,700 টাকা)। 3 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে Samsung Portable SSD X5।
হাই রেসোলিউশান ছবি, 4K ভিডিও নিয়ে কাজ করার সময় দারুন কাজে লাগবে Samsung Portable SSD X5। এই ড্রাইভে Thunderbolt 3 কানেক্টিভিটি সাপোর্ট করে। Thunderbolt 3 এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 40GB ডাটা ট্রান্সফার করা যায়। Samsung দাবি করেছে Portable SSD X5 ড্রাইভে 2,800 MBps পর্যন্ত রিড স্পিড পাওয়া যাবে। যা যে কোন হার্ড ডিক্সের থেকে 25.5 গুন বেশি।
Portable SSD X5 ড্রাইভের সাথে একটি সফটওয়্যার দেবে Samsung। এই সফটওয়্যার ব্যবহার করে ড্রাইভে ডাটা এনক্রিপ্ট করে রাখা যাবে। Samsung Portable SSD X5 এর ওজন মাত্র 150 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন