টেকনো কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে পারে-Tecno Camon 40 সিরিজ

টেকনো কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে পারে-Tecno Camon 40 সিরিজ

Photo Credit: Tecno

Tecno Camon 40 Pro 5G ক্যামন 30 প্রো 5G সফল হবে বলে আশা করা হচ্ছে

হাইলাইট
  • Tecno Camon 40 Pro 5g-হ্যান্ডসেটটিতে 8জিবি RAM যুক্ত থাকতে পারে
  • আসন্ন সিরিজটি একটি বেস,প্রো এবং একটি প্রিমিয়ার মডেলের সমন্বয়ে আসতে পা
  • Tecno Camon 40 Pro 5g-হ্যান্ডসেটটির সাথে একটি 4g বিকল্পও লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Tecno Camon 40-সিরিজের স্মার্টফোনগুলি খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে।আসন্ন সিরিজটি বিগত ফেব্রুয়ারি মাসে MWC 2024-এর অনুষ্ঠানে উন্মোচিত Camon 30-সিরিজের উত্তরসূরী হয়ে আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।Tecno Camon 30 সিরিজটি-একটি বেস মডেল এবং একটি প্রো মডেলের সমন্বয়ে এসেছে এবং এটি 4g এবং 5g-উভয় বিকল্পেই উপস্থিত হবে বলে মনে করা হচ্ছে।তবে কোম্পানি এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে,আসন্ন সিরিজটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে একটি জনপ্রিয় বেঞ্চমার্কিং ওয়েবসাইটের মাধ্যমে টেকনো কোম্পানির,একটি নতুন হ্যান্ডসেট দেখা গিয়েছে, যেটিকে Camon 40 Pro 5g-বলে অনুমান করা হচ্ছে। তালিকায় হ্যান্ডসেটটির আনুমানিক চিপসেট,অপারেটিং সিস্টেম এবং RAM-এর বিবরণ দেখা গিয়েছে।

Tecno Camon 40 Pro 5g-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

গিকবেঞ্চে,মডেল নম্বর “Tecno Tecno CM 7”-এর সাথে একটি হ্যান্ডসেট তালিকাভুক্ত করা হয়েছে।সম্ভবত এই হ্যান্ডসেটটিই Camon 40 Pro 5g-রূপে আবির্ভূত হবে।তালিকা অনুযায়ী, ফোনটির 1,034 এবং 3,257,যথাক্রমে সিঙ্গেল-কোর স্কোর এবং মাল্টি-কোর স্কোর আছে।

পূর্বের একটি রিপোর্ট করা EEC-এর তালিকা অনুযায়ী, Tecno Camon 40 Pro 5g এবং Tecno Camon 40 Premier 5g বিকল্পগুলিতে সম্ভবত CM7 এবং CM8-মডেল নম্বর থাকবে।

গিলবেঞ্চের তালিকায় দেখা গিয়েছে,আলোচিত হ্যান্ডসেটটিতে অক্টাকোর চিপসেট যুক্ত থাকবে,যারমধ্যে 2GHz স্পিডযুক্ত চারটি কোর এবং অন্য চারটি কোরের স্পিড 2.50GHz হবে।
অন্যদিকে 91মোবাইল দাবি করেছে যে,আলোচিত হ্যান্ডসেটটি Tecno Camon 30 Pro 5g-এর উত্তরসূরী হয়ে আসতে চলেছে, যা MediaTek Dimensity 7300চিপসেট দ্বারা চালিত হবে।

পুনরায় তালিকায় বলা হয়েছে যে,Tecno Camon 40 Pro 5g হ্যান্ডসেটটিতে 8জিবি RAM-যুক্ত করা থাকবে।গিকবেঞ্চের তালিকা অনুযায়ী,এটি সম্ভবত প্রথম থেকেই Android 15-ভিত্তিক HiOS 15-দ্বারা চালিত হয়ে আসবে।

পূর্বের একটি রিপোর্ট অনুযায়ী,Tecno Camon 40 Pro হ্যান্ডসেটটি IMEI-এর ডেটাবেসে মডেলনম্বর CM8-এর সাথে তালিকাভুক্ত করা ছিল।সম্ভবত এটি আলোচিত হ্যান্ডসেটটির একটি নতুন সংস্করণ।যদি পূর্বের উল্লেখিত ECC-এর তালিকাটি সত্যি হয়,তাহলে এই নতুন সংস্করণটি-Tecno Camon 40 Premier 5g-হতে পারে বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী,অনুমান করা হচ্ছে যে,4জি বিকল্পের,Tecno Camon 40 Pro এবং বেস Tecno Camon 40-হ্যান্ডসেটগুলি মডেল নম্বর CM6 এবং CM5-এর সাথে আসতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  2. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
  3. মধ্য বাজেটের মধ্যে লঞ্চ করা হতে পারে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro
  4. 2.5D AMOLED স্ক্রিন এবং সুইমিং মোডের সাথে লঞ্চ হতে চলেছে Huawei Band 9
  5. এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ
  6. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S-সিরিজের তিনটি নতুন স্মার্টফোন
  7. ভারতে লঞ্চ হয়ে গেছে Oppo Reno 13 5G সিরিজ, দেখেনিন এটির মূল বৈশিষ্ট্য এবং দাম
  8. ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন স্মার্টফোন Poco X7 Pro 5G,সাথে আছে Poco X7 5G
  9. স্মার্টফোনের উপর অসাধারণ ছাড় নিয়ে এসে গেলো অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  10. খুঁজে পাওয়া গেলো মাকড়সার মধ্যে এক নতুন অভিনব দিক এবং ক্ষমতা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »