এই বছরে তিনটি iPhone মডেল লঞ্চ করবে Apple। আর সেই ফোনের দাম ও স্পেসিফিকেশান ফাঁস করে দিলেন মিং-চি কুও। তিনি মিং বলেন 6.1 ইঞ্চি স্ক্রিনের LCD ভেরিয়েন্টে একটি iPhone লঞ্চ হবে। এই ফোনের কিছু স্পেসিফিকেশানও ফাঁস করেছেন তিনি। মিং আরও বলেন iPhone এর সাথেই তিনটি অন্য প্রোডাক্ট লঞ্চ করবে Apple।
মিং জানিয়েছেন গ্রাহকদের মধ্যে সবথেকে জনপ্রিয় হতে চলেছে 6.1 ইঞ্চির এই iPhone। 600 থেকে 700 মার্কিন ডলারের মধ্যে এই ফোনের দাম হবে বলেন জানিয়েছেন তিনি। গত বছর iPhone X এর দাম 1000 ডলারে পৌঁছে গিয়েছিল। নতুন এই LCD ভেরিয়েন্টে ডিসপ্লের উপরে কালো নচ থাকবে। তবে থ্রি ডি টাচ ও ডুয়াল রিয়ার ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি এই ফোন থেকে বাদ যাবে বলে জানিয়েছেন মিং। সম্প্রতি নচ সহ LCD ডিসপ্লে এর বানিজ্যিক উৎপাদন নিয়ে সমস্যার কথা সামনে এসেছিল।
মিং আরও বলেন Apple আগামী বছরেও LCD ডিসপ্লে অর্ডার করবে। এই বছরে তনটি iPhone মডেল হল iPhone X এর 5.8 ইঞ্চি ডিসপ্লের উত্তরসূরি, একটি 6.1 ইঞ্চি ডিসপ্লে LCD ভেরিয়েন্ট ও একটি 6.5 ইঞ্চি iPhone X Plus।
মিং বলেন iPhone ছাড়াও আরও তিনটি প্রোডাক্ট লঞ্চ করবে Apple। এর মধ্যেই রয়েছে একটি একটি কম দামের MacBook Air, FaceID সহ নতুন iPad Pro মডেল আর একটি বড়ো ডিসপ্লের Apple Watch মডেল।
সম্প্রতি অন্য এক রিপোর্ট মর্গান স্ট্যানলি অ্যানালিস্ট ক্যাটি হুবার্টি জানান এই বছরে 699 থেকে 769 মার্কিন ডলারে নতুন iPhone লঞ্চ হবে। নতুন iPhone X মডেলের দাম হবে 799 মার্কিন ডলার। আর প্রিমিয়াম iPhone X Plus এর দাম হবে 999 মার্কিং ডলার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন