চলতি সপ্তাহে ফিরে আসছে Amazon Fab Phone Fest Sale। 26 নভেম্বর মধ্যরাতে এই সেল শুরু হবে। এই সেলে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেবে Aamzon। যদিও কোন ফোনে কত ছাড় পাওয়া যাবে সেই বিষে নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি Amazon। OnePlus, Samsung, Nokia, Xiaomi ফোনে দুর্দান্ত ছাড়েই সাথেই থাকছে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার আর কম দামে মোবাইল প্রোটেকশন প্ল্যান। 29 নভেম্বর পর্যন্ত এই সেল চলবে
এই সেলে OnePlus, Xiaomi, Samsung, Vivo, Huawei, Realme সহ সব জনপ্রিয় স্মার্টফোন সস্তা হবে। আজ মধ্যরাত থেকেই এই সেল শুরু হয়ে যাবে। স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকছে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করে দেখতে পারেন।
চলতি বছর অক্টোবর মাসে শেষ Fab Phone Fest সেলের আয়োজন করেছিল Amazon। শেষ সেলে OnePlus 7, OnePlus 7 Pro, Redmi 7A, Honor 20i, Vivo V15 সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনের দাম কমেছিল। এই সেলেও সস্তা হতে পারে এই স্মার্টফোনগুলি।
স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হতে পারে বিভিন্ন অ্যাকসেসারিজ। এছাড়াও ব্যাঙ্ক অফারে অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে আসছে Mi Note 10
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন