Amazon থেকে একাধিক Xiaomiফোনে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। 30 জুন পর্যন্ত চলবে Mi Super Sale। এই সেলে সস্তা হয়েছে Mi A2, Poco F1, Redmi Y2, Redmi Note 5 Pro আর Redmi 6 Pro। এছাড়াও থাকছ ব্যাঙ্ক ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার।
জানুয়ারি মাসে 16,999 টাকায় লঞ্চ হয়েছিল Mi A2। এবার 10,990 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনের 4GB RAM আর 64GB ভেরিয়েন্ট। 15,999 টাকায় পাওয়া যাবে Mi A2 ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ।
এছাড়াও Yes BAnl ক্রেডিড কার্ড গ্রাহকরা ইএমআই তে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত ছাড়।
এই সেলে 11,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 5 Pro। এছাড়াও 8,999 টাকায় পাওয়া যাবে Redmi 6 Pro ফোনের 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। 9,999 টাকায় পাওয়া যাবে এই ফোনের 4GB RAM আর 64GB ভেরিয়েন্ট।
এছাড়াও সস্তা হয়েছে Redmi 6 আর Redmi 6A।
Mi Super Sale এ মাত্র 17,999 টাকায় পাওয়া যাচ্ছে Poco F1। সাথে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত 3,000 টাকা ছাড়। Jio গ্রাহকরা পাবেন 2,400 টাকা ক্যাশব্যাক আর অতিরিক্ত 6TB ডেটা।
30 জুন পর্যন্ত চলবে Mi Super Sale। শুধুমাত্র Amazon.in থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে। Amazon ছাড়াও Mi.com থেকেও এই অফারে বিভিন্ন Xiaomi প্রোডাক্ট কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন