সুরক্ষায় গাফিলতি মেরামত করল Xiaomi, ব্রাউজারে যোগ হল নতুন ফিচার
গত সপ্তাহের শেষে Xiaomi ফোনের ব্রাউজার ডেটার সুরক্ষা নিয়ে ইন্টারনেটে কম জল ঘোলা হয়নি। দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করল চিনের সংস্থাটি। কোম্পানির Mi Browser, Mi Browser Pro ও Mint Browser “ইনকগনিটো” মোডের তথ্য গ্রাহক শেয়ার করতে চান কি না তা বেছে নেওয়া যাবে।