এতদিন শুধুমাত্র চিনে ল্যাপটপ বিক্রি করেছে Xiaomi। Mi ও Redmi ব্র্যান্ডের অধীনে এই ল্যাপটপগুলি এবার ভারতে আসতে চলেছে। চলতি বছরেই ভারতে RedmiBook ট্রেডমার্কের আবেদন করেছিল চিনের সংস্থাটি। ফেব্রুয়ারিতে ভারতে RedmiBook 13 লঞ্চের গুঞ্জন শোনা গেলেও তা লঞ্চ হয়নি। আবার ভারতে Xiaomi ল্যাপটপ লঞ্চের খবর সামনে এল। যদিও এখনও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে মন্তব্য করা হয়নি।
.@manukumarjain said in today's online meeting with retailers that Mi/ Redmi Laptops will launch in India ASAP (HOPE!). Didn't provide any concrete date/timeline. Not planning to launch any Tabs like Mi Pad, though. Didn't comment on upcoming launches like Mi 10 lite/K30 Pro ????????
— Ishan Agarwal (@ishanagarwal24) April 27, 2020
সম্প্রতি ট্যুইটারে ঈশান অগ্রওয়াল জানিয়েছেন দ্রুত ভারতে Mi ও Redmi ল্যাপটপ লঞ্চ হবে। চলতি সপ্তাহে এই বিষয়ে রিটেলারদের সঙ্গে কোম্পানির কথা হয়েছে। যদিও লঞ্চের সঠিক সময় জানা যায়নি।
টুইটে জানানো হয়েছে ভারতে কবে কোম্পানির ল্যাপটপ লঞ্চ হবে জানাননি Xiaomi প্রধান মনু কুমার জৈন। করোনাভাইরাস লকডাউন শেষ হলেই ভারতে Xiaomi'র প্রথম ল্যাপটপ বাজারে আসতে পারে।
24 ইঞ্চি Full-HD মনিটর নিয়ে এল Xiaomi
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
আপাতত 3 মে পর্যন্ত লকডাউন চলবে। যদিও লকডাউনের সময় বাড়ানোর ব্যাপারে এখনও কোন মন্তব্য করেনি কেন্দ্র। তাই লকডাউন Xiaomi'র ল্যাপটপ লঞ্চ হলেও তা কবে বিক্রি শুরু হবে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন