এবার নতুন মনিটর নিয়ে এল Xiaomi। মঙ্গলবার লঞ্চ হয়েছে Mi Display 1A।
Xiaomi Mi Display 1A-তে থাকছে 60Hz রিফ্রেশ রেট ডিসপ্লে
এবার নতুন মনিটর নিয়ে এল Xiaomi। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Mi Display 1A। এই মনিটরে রয়েছে 23.8 ইঞ্চি IPS ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। থাকছে 60Hz রিফ্রেশ রেট। মনিটরের সঙ্গেই থাকছে একটি স্ট্যান্ড। কালো রঙে ইতিমধ্যেই চিনে এই মনিটর বিক্রি শুরু করেছে Xiaomi। একই সঙ্গে একটি স্মার্ট মাল্টি সকেট লঞ্চ করেছে বেজিংয়ের কোম্পানিটি। সেখানে থাকছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
চিনে Mi Display 1A-র দাম 699 ইউয়ান (প্রায় 7,500 টাকা)। শুধুমাত্র কালো রঙে এই মনিটর বিক্রি হবে। এই মনিটরে রয়েছে একটি 16:9 অ্যাসপেক্ট রেশিও 23.8 ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে।
Mi Display 1A-র তিন দিকে পাতলা বেজের থাকলেও নীচে তুলনামূলক চওড়া বেজেল থাকবে। থাকছে 60Hz রিফ্রেশ রেট। এই মনিটরের ডিসপ্লেতে তিন বছরের ওয়্যারিন্টি দিচ্ছে Xiaomi। মনিটরের সঙ্গে থাকছে একটি ফ্ল্যাট স্ট্যান্ড।
একই সঙ্গে একটি স্মার্ট মাল্টি সকেট লঞ্চ করেছে Xiaomi। নতুন Mijia Smart Socket 27W-এর দাম 69 ইউয়ান (প্রায় 750 টাকা)। সাদা রঙে পাওয়া যাবে এই ডিভাইস।
স্বস্তির খবর, লকডাউনে বিনামূল্যে অতিরিক্ত বৈধতা দিচ্ছে Jio
![]()
Mijia Smart Socket 27W -এর দাম 69 ইউয়ান
এই এই ডিভাইসে তিনটি USB Type-A পোর্ট থাকছে। এখানে USB কেবেল কানেক্ট করে 27W ফাস্ট চার্জিং পাওয়া যাবে। অটো সুইচ অফ, অটো কাটের মতো স্মার্ট ফিচার সহ এই প্রোডাক্ট বাজারে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video