লকডাউনে সব গ্রাহকের বৈধতা বাড়িয়ে দিল Jio। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে লকডাউনের মধ্যে প্ল্যানের বৈধতা শেষ হলেও ইনকামিং পরিষেবা চালু থাকবে। সম্প্রতি একই ঘোষণা করেছিল Airtel ও Vodafone। এছাড়াও গজরে বসে রিচার্জের জন্য একাধিক নতুন উপায় নিয়ে এসেছে টেলিকম কোম্পানিগুলি।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, লকডাউনের মধ্যে কোন প্ল্যানের বৈধতা শেষ হলেও ইনকামিং পরিষেবা চালু থাকবে। এই জন্য গ্রাহককে রিচার্জ করতে হবে না। কোম্পানির সব গ্রাহকের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। যদিও কম আয় করেন শুধুমাত্র সেই গ্রাহকদের অতিরিক্ত বৈধতা দেওয়ার ঘোষণা করেছিল Vodafone Idea ও Airtel।
লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন
গ্রাহক কতদিন বিনামূল্যে ইনকামিং পরিষেবা পাবেই সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানায়নি Jio। যদিও লকডাউন শেষ হলে এই পরিষেবা বন্ধ হতে পারে। কবে প্ল্যানের বৈধতা শেষ হলে এই সুযোগ পাওয়া যাবে সেই বিষয়েও উচ্চবাচ্য করেনি কোম্পানি।
3 মে পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। তাই 3 মে পর্যন্ত সব গ্রাহকের ইনকামিং পরিষেবা চালু থাকবে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে Airtel ও Vodafone Idea। অর্থাৎ লকডাউনের সময় কোন গ্রাহকের প্ল্যান শেষ হয়ে গেলেও ইনকামিং কল পরিষেবা চালু থাকবে। লকডাউনের প্রথম ধাপেও বৈধতা বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি। সেই সময় ফিচার ফোন গ্রাহকদের বিনামূল্যে 10 টাকা টকটাইম দিয়েছিল Airtel ও Vodafone Idea। JioPhone গ্রাহকরা বিনামূল্যে 100 মিনিট টকটাইম পেয়েছিলেন। দ্বিতীয় ধাপে ভ্যালিডিটি বাড়লেও অতিরিক্ত টকটাইম পাবেন না গ্রাহক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন