লকডাউনের সময় অন্য গ্রাহকের Jio নম্বর রিচার্জ করে দিলে কমিশন পাওয়া যাবে। সম্প্রতি JioPOS Lite অ্যাপ নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এর ফলে যে কোন Jio গ্রাহক অন্য Jio নম্বর রিচার্জ করে ঘরে বসে রোজগার করতে পারবেন। খুব সহজেই JioPOS Lite অ্যাপে রেজিস্টার করে রিচার্জ শুরু করা যাবে। এই জন্য কোন নথি জমা দিতে হবে না। MyJio অ্যাপ অথবা Jio ওয়েবসাইট থেকে রিচার্জ করলে কোন কমিশন পাওয়া যাবে না। JioPOS Lite থেকে রিচার্জ করলেই মিলবে কমিশন।
JioPOS Lite ইন্সটল করার পরে নিজেকে Jio Partner রেজিস্টার করতে হবে
JioPOS Lite অ্যাপ থেকে যে কোন নম্বর রিচার্জ করলে 4.16 শতাংশ কমিশন পাওয়া যাবে। এই অ্যাপের মধ্যে রয়েছে একটি পাসবই। সেখানে বিগত 20 দিনের রিচার্জের ইতিহাস দেখে নেওয়া যাবে। JioPOS Lite ইন্সটল করার পরে নিজেকে Jio Partner রেজিস্টার করতে হবে। Jio নম্বর ছাড়া Jio Partner রেজিস্টার করা যাবে না। রেজিস্ট্রেশন শেষ হলে ওয়ালেট রিচার্জ করে রিচার্জ শুরু করা যাবে। 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা টপ আপ করে ওয়ালেটে নেওয়া যাবে। প্রত্যেক 100 টাকা খরচ করলে 4.166 টাকা অ্যাকাউন্টে যোগ হবে। যা দিয়ে আবার রিচার্জ করা যাবে।
17 এপ্রিল পর্যন্ত Jio Phone গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই অ্যাপ থেকেই জনপ্রিয় প্রিপেড প্ল্যানগুলি দেখে নিতে পারবেন। যা দেখে বন্ধু ও প্রিয়জনের রিচার্জ করার সময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যাবে। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা JioPOS Lite অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন